ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

কবিতা

অর্ধেক নেব না

শেখ সালাহ্উদ্দীন

প্রকাশিত: ১৭:২৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

অর্ধেক নেব না

অর্ধেক নেব না
মূল : ইয়েভগেনি ইয়েভ্তুশেঙ্কো
শেখ সালাহ্উদ্দীন

না, কোন কিছুর অর্ধেক নেব না আমি
দাও পূর্ণ আকাশ- সুদূর নিক্ষিপ্ত ধরণী  
সমুদ্র তটিনী পর্বত অথবা হিমানিপ্রপাত   
এর সবই আমার
কম কিছুই নেব না আমি       

না, হে জীবন! আমায় তুমি
আংশিক দিয়ে অনুগ্রহ কর না-  
হোক সেটা সম্পূর্ণ অথবা শূন্য- মেনে নেব
আধাআধি সুখ আমার চাই না  

তবে ওই বালিশটা ভাগাভাগিতেও রাজি    
যেখানে একটি গাল আলতোভাবে এলানো ছিল   
এক নিরবলম্বি স্খলিত তারার মত
আর ছিল তোমার আংটির অস্পষ্টস্মারকচিহ্ন -

(রাশান কবি ইয়েভগেনি ইয়েভ্তুশেঙ্কো’র No I'll not take the half কবিতার ভাবানুবাদ)

×