ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

কবিতা

নিশ্চল মন

রেবেকা ইসলাম

প্রকাশিত: ১৯:০০, ২৩ জানুয়ারি ২০২৫

নিশ্চল মন

আয়নায় তাকালেই অন্য মুখ
অন্য প্রতিবিম্ব, এ মুখ অচেনা
কিংবা না চেনার ভান করে সরে পড়া
থেমে থাকা ঘড়ির কাঁটার অসহায়ত্ব
ধূসর পলেস্তারার দেয়াল বেয়ে ঝরা
আর বিচলিত করে না,
হুড তুলে চলে যাওয়া বিকেল
চেয়ে চেয়ে দেখি দেখার খাতিরে,
সময় ভাঙে একটু একটু করে
আবার যেনতেন জোড়া লাগে,
রাত্রি ফুরোয়, চোখের পাতায় রোদ
তবুও দীর্ঘশ্বাস ছাড়ি শব্দ করে,
দীর্ঘশ্বাস উড়ে যায়, মিলিয়ে যায়
ভেজালের এই দেশে,
নতুন এক দিনের চিলেকোঠা
আকাশ ছুঁয়ে যায়।


দেখা দেবে প্রেম
(রাশিদা আসমার জন্য)
আনিসুর রহমান

আমি দুনিয়ার এক অকর্মণ্য আদম;  
আমার না আছে কর্ম  না আছে ধর্ম;
জানি না বুঝি না পথে পথে ঘুরি;
না হয়েছি বাইরের না বা অন্তঃপুরী।  

আদমি পথ হারিয়ে ঘরের তালাশ করে;
বাউল এ আদমি  ঘর হারিয়ে পথে পড়ে;  
ভবে ঘর আর পথের এ কোন কোলাহলে;
এ জীবন না বুঝতেই হৃদয়ে টান দিলে?

হেরে আর হারিয়ে আমার হল না ঘর
পর হয় না যে আপন, আপন হয়ে যায় পর
কলিকাল হারা আমি আজ এ কোনকালে
দেখা দেবে প্রেম আসন্ন যাত্রাকালে !


ভালোবাসার অন্তরিক্ষে
রিপন বর্মন

বৃষ্টির রাতগুলোও লম্বা হয়,
কাঁথা জরানো আদর,
মোমবাতির ডাগর চোখে আলো...
হৃদয় কোণে ভালোবাসা জন্মায়।

তারপরও থেকে যায় জলতেষ্টা,
থেকে যায় অসুখ-বিসুখ, বানের জলের ভয়!
বৃদ্ধ বয়সে একটু ভালোভাবে বাঁচাতে
সঙ্গমের রঙে আঁকা হয় নতুন ছবি।

অচেনা শহর,
সারি সারি ইটের ভাঁজ...
অনেক না পাওয়ার বিকেল শেষে,
চার দেওয়াল জুড়ে লেগে থাকে তবুও,
মায়া বাড়ানোর অদৃশ্য নিশ্বাস।

×