ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ২০:১৮, ২২ জানুয়ারি ২০২৫

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ

ছবি: সংগৃহীত

নেত্রকোনা সাহিত্য সমাজ আয়োজিত ২৮ তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ। আগামী ১৪ ফেব্রুয়ারি জেলা সদরের মোক্তারপাড়া এলাকার বকুলতলায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী এ পুরস্কার ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক এম মুখলেছুর রহমান খান ও কবি এনামূল হক পলাশ উপস্থিত ছিলেন। 

জানা গেছে, নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পয়লা ফাল্গুনে বসন্তকালীন সাহিত্য উৎসবের আয়োজন করে আসছে। উৎসবে প্রতিবছর একজন বরেণ্য লেখক, কবি অথবা সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এ বছর এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। ছাত্রজীবনে হাসান হাফিজের লেখালেখির শুরু। তিনি প্রায় দুই শতাধিক গ্রন্থ রচনা করেছেন।
 

JF

×