ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

পিনাকী ভট্টাচার্যের ফুলকুমারীর রিভিউ, আনন্দিত লেখক

প্রকাশিত: ১৭:৪২, ১৯ জানুয়ারি ২০২৫

পিনাকী ভট্টাচার্যের ফুলকুমারীর রিভিউ, আনন্দিত লেখক

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত পিনাকী ভট্টাচার্যের নতুন বই "Fulkumari: The Tale of a Refugee and a Rat in Pandemic Paris" বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি বইটি নিয়ে নেট দুনিয়ায় নেটিজেনরা রিভিউ দিচ্ছেন। পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিভিউ শেয়ার করে তার আনন্দস প্রকাশ করেছেন।

কাজী আনাম নামে একজন রিভিউতে বলেন, “ফুলকুমারী” বইটি পাঠকের মনে গভীর প্রভাব ফেলে, যেখানে লেখক এমন এক জগৎ তৈরি করেছেন যা সমৃদ্ধ, গভীর এবং অত্যন্ত মানবিক। লেখার ধরণ এতটাই সাবলীল এবং অনুভূতিপূর্ণ যে পাঠক গল্পের প্রধান চরিত্রের যন্ত্রণা, আশা এবং সংগ্রামের সঙ্গে সহজেই একাত্ম হতে পারেন। 

গল্পের কেন্দ্রীয় চরিত্রের জীবনে ফুলকুমারী নামের ইঁদুরটি শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং একাকীত্বে সান্ত্বনা ও সংযোগের প্রতীক হয়ে ওঠে। এ বিষয়টি পাঠকের মনে এক অনন্য আবেগ জাগিয়ে তোলে।

বইটির লেখনশৈলী কবিতার মতো মসৃণ এবং চিত্রময়। এর মাধ্যমে পাঠকের কাছে প্যারিসের জনমানব শূন্য রাস্তা এবং প্রধান চরিত্রের স্মৃতির সমৃদ্ধ সাংস্কৃতিক প্রেক্ষাপট অত্যন্ত জীবন্ত হয়ে ওঠে। যদিও বইটি বেশ কিছু গভীর এবং ভারী বিষয়বস্তুর ওপর আলোকপাত করেছে, তবে এটি মূলত বেঁচে থাকা এবং গল্প বলার সৌন্দর্যের কথা বলে।

“ফুলকুমারী” শুধু একটি বই নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি পাঠককে নিজের জীবন, নিজের সিদ্ধান্ত এবং অন্ধকার সময়ে আলো খুঁজে পাওয়ার ক্ষমতা নিয়ে ভাবতে বাধ্য করবে। যারা অর্থপূর্ণ, স্তরযুক্ত গল্প এবং মানবতা ও আশার ছোঁয়ায় ভরা কাহিনী পছন্দ করেন, তাদের জন্য এটি অত্যন্ত উপভোগ্য হবে। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/1FBzozd3RR/

রিফাত

×