ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

কবিতার বাগান

আতাতুর্ক কামাল পাশা

প্রকাশিত: ১৯:৫৭, ১৬ জানুয়ারি ২০২৫

কবিতার বাগান

পার্বত্য কাব্য একটি ফেসবুক আশ্রিত কাব্য সংগঠন। প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালের ১৯ ডিসেম্বর। এ সংগঠনের ওয়ালে দেশ-বিদেশ থেকে অনেকেই কবিতা পাঠাতে থাকেন। বর্তমানে এর সদস্যসংখ্যা দশ হাজার দু’শ’রও বেশি। এখন রয়েছে অনলাইন ভার্সন। ২০১৮ সালে এ সংগঠনের প্রথম কাব্যসংকলন প্রকাশ পায়। প্রতিবছরের মতো ২০২৪ সালেও এর সংহিতা প্রকাশ পায়। ধারাবাহিকতা বজায় রেখে প্রতিকবির একটি ছোট ছবি ও চারটি করে কবিতা স্থান পেয়েছে। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যসহ প্রবাসের অনেক দেশে থাকা কবিরা এখানে লিখেছেন। এ সংহিতায় মোট ৬৮ জন কবি লিখেছেন। তারা হচ্ছেন হাসান মনজু, রাব্বানী সরকার, নীহারেন্দু বড়ুয়া, সৈয়দা নূরে কাছেদা, মুন্সী কবির হোসেন, কাছেন রাখাইন, ইলা কারকেট্টা, রোক্সানা আবিদা, পত্রলেখা ঘোষ, শম্পা চট্টোপাধ্যায়, শ্রী নিবারণ চন্দ্র দাস, পূরবী বড়ুয়া, জয়ন্ত সেনগুপ্ত, মোঃ মোবারক হোসেন, রাহুল সেনগুপ্ত, মাহবুবা আখতার, টুম্পা ব্যানার্জ্জী (অর্পিতা), রওশন আরা রুশো, মহি উদ্দিন কচি, সুদীপ্তা বিশ^াস, তাপস মাহমুদ, অর্চনা মালাকার, মোশাহেদ চৌধুরী, সালেহা ইমতিয়াজ, শ ম রশীদ কামাল, শিরিন আফরোজ, নাজমা আকতার মনি, রবিউল মাশরাফী, শ্রাবন্তী বড়ুয়া, রেহেনা ইসলাম, মোঃ বদরুল ইসলাম, পারভীন আক্তার পলী, ক্যজসাইমারমা (ক্যজ), সুবর্ণা দাস, মোঃ মাবজুলুল বারী খসরু, মাসুদা খান লিজা, পংকজ পাল, জেসমিন জেসি, আনন্দ পাল, নাসরিন আক্তার, এম. জে. আবেদীন জয়, নুরুন নাহার পাপিয়া, মোহাম্মদ মহিরুদ্দিন, লক্ষ্মী চন্দ, দিপালী মিত্র, উত্তম অরণ, মল্লিকা দাস, মলয় ত্রিপুরা কিশোর, রমজান বিন মোজাম্মেল, শাহনাজ আক্তার, মোঃ আরিফুল ইসলাম পল্লব, তানজিনা রহমান, রশিদ আহমদ, মোঃ ইউনুস আরেফিন, এ বি সোহেল, শাহ আলম খসরু ভাস্কর, সঞ্জয় কীর্ত্তনীয়া, হাজি মোঃ মাহবুবুল আলম কিরন মৃধা, মল্লিকা বড়ুয়া, মোঃ এরশাদ আলী, শরিফা খাতুন লিমুনী, রিফাত ফাতিমা তানসি, বাঁধন সিদ্দিকী, মিতা পোদ্দার, এইচ এম আলাউদ্দীন, জেবুন নাহার খান, সালমা ডলি, রেজাউল করিম।
আগেরবারের সংহিতাগুলোর থেকে এবারের বইটি সবদিক দিয়ে উন্নত মানের হয়েছে। কবিদের কবিতার মান বেশ উন্নত হচ্ছে। বেশ কিছু কবিকে জাতীয় পত্রিকায় লিখতে এবং খুলনা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বেতার কেন্দ্রে সাপ্তাহিক ও মাসিক সাহিত্য আসরে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এ রীতিমতো একটি কবিতার বাগান। কিন্তু সুন্দরের কোনো সংজ্ঞা নেই, নেই পরিমাপ। তাই সংগঠনের পরিচালক এবং বইটির সম্পাদক রেজাউল করিমকে পরবর্তী সংহিতাগুলো বের করার সময় আরো যত্নবান হতে হবে, কবিতা নির্বাচনে আরো দক্ষ হতে হবে। প্রচ্ছদ আরো ভালো হওয়া উচিত ছিল। পার্বত্য কাব্য জোৎস্নাপ্লাবিত কিছু কাব্য কুসুম/ রেজাউল করিম সম্পাদিত, প্রকাশকাল/ ফেব্রুয়ারি, ২০২৪, প্রকাশক/ রেজাউল করিম, ছন্দনীড়, শিমুলতলী, রাঙ্গামাটি, মূল্য/৬৪০ টাকা।         

×