সত্য বলা ইতিহাসের দায়। অতীতের ঘটনাপ্রবাহ ইতিহাসের বস্তু। সামাজিক আন্দোলন, যুদ্ধ, স্বাধিকারসহ নানা বিষয় ইতিহাসের চাকা সচল রাখে। ১৯২১ সালে সংঘটিত চা-শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনও ইতিহাসের অংশ। এটি নিয়ে লেখা মুহাম্মদ ফরিদ হাসানের গ্রন্থ ‘শতবর্ষে চা শ্রমিক আন্দোলন : ডেডলাইন ২০ মে ১৯২১’। পূর্বে বইটি বাংলাদেশে প্রকাশিত হয়েছিল। সম্প্রতি বইটির ভারতীয় সংস্করণ প্রকাশ করে অভিযান পাবলিশার্স।
মুল্লুকে চলো আন্দোলনের দলিলপত্র, সংবাদভাষ্য, সাক্ষাৎকারসহ বস্তুনিষ্ঠ তথ্যনির্ভরতায় নানা দিক উন্মোচন ইত্যাদির কারণে এ বইটি বিশেষ। পূর্বে এ বিষয় নিয়ে পূর্ণাঙ্গ কোনো গবেষণা হয়নি। ভারতীয় উপমহাদেশে চা-শ্রমিকদের সংগ্রামের ইতিহাস প্রায় দুইশ’ বছরের। ১৯২১ সালের মে মাসে নিপীড়িত চা শ্রমিকরা স্বদেশে যাত্রা শুরু করেন। এ আন্দোলনের নাম ‘মুল্লুকে চলো’। শ্রমিক আন্দোলনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ দাসত্ব থেকে মুক্তি লাভ এবং মাতৃভূমিতে গিয়ে মানুষের মত করে বাঁচার ইচ্ছা। কিন্তু তারা অত্যাচারী চা-বাগান মালিকদের সীমাহীন বাধা এবং নৃশংসতার মধ্যে পড়েন। রাতের আঁধারে চাঁদপুর স্টেশনে গূর্খাদের নির্মমতায় বহু শ্রমিক মারাত্মক আহত হন। এই নৃশংস ঘটনায় ভারতব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। স্টিমা ও রেল শ্রমিকরা ধর্মঘট ডাকেন। ফলে বাংলার জল ও স্থলপথ সম্পূর্ণ অচল হয়ে যায়। এ ঘটনায় চিত্তরঞ্জন দাশসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নিন্দা জানান। ‘মুল্লুকে চলো’ আন্দোলনের ঘটনা প্রবাহ, শ্রমিকদের ত্যাগ, ব্রিটিশদের শোসন, সাহিত্য মূল্য, বর্তমান প্রেক্ষাপট নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ সংস্করণের প্রচ্ছদ করেছেন আফসিন রেজা। মুদ্রিত মূল্য ৫০০ টাকা। ভারত সংস্করণের প্রচ্ছদ করেছেন ইউনুস নাজিম। মূল্য ৩৫০ রুপি।
দালিলিক উপস্থাপন
শীর্ষ সংবাদ: