ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বিশ্বাস আর সময়

শরীফুল ইসলাম সরকার

প্রকাশিত: ০২:৪০, ৩ জানুয়ারি ২০২৫

বিশ্বাস আর সময়

ছবি: প্রতীকী

যখন মুখের ভাষা অসহায় হয়ে পড়ে
তখন চোখের দৃষ্টিতে বলেছিলাম,
আকাশের কাছে জানতে চেয়েছিলাম—
এই সংসারে বড় বেশি অভিমানী কে?

কিছুক্ষণ চুপ থাকার পর
ফিসফিস করে বলে দিলো—
ওরা দুই ভাই, একবার চলে গেলে
আর ফিরে আসে না!

এরপর আবার প্রশ্ন করলাম—
ওরা কারা? ওদের নাম কী?
বিশাল আকাশ
মেঘের আঁচলে মুখ লুকিয়ে
বলে দিলো সব আমায়।

এক ভাইয়ের নাম হলো বিশ্বাস,
অপর জনের নাম সময়।
সেই থেকে পৃথিবীর ইতিহাসে
অভিমানী কবিতার নাম হলো—
বিশ্বাস আর সময়।
একবার চলে গেলে আর ফিরে আসে না।

এম.কে.

×