![হৃদয় পাণ্ডের দুটি কবিতা হৃদয় পাণ্ডের দুটি কবিতা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Untitled-9-2412051303.jpg)
হৃদয় পাণ্ডের দুটি কবিতা
পূর্বনির্ধারিত
সবকিছু যেন আগেই লেখা ছিল,
পৃথিবীর প্রতিটি পথ, প্রতিটি বাঁক
মাপা ছিল কোনো অদৃশ্য হাতের রেখায়।
তোমার চোখের পাতা ফেলার মুহূর্তও
সময়ের এক ঘূর্ণিতে বাঁধা,
যেন সবকিছু আগেই জানা ছিল
কী হবে, কী ঘটবে,
আমরা শুধু নীরব ছায়া।
এমনকি আকাশের তারারাও
পূর্বনির্ধারিত পথে হাঁটে,
মাটির নিচে লুকানো স্রোত যেমন
পাহাড়ের পায়ের নিচে শুয়ে থাকে,
তোমার হৃদয়ের গভীরতাও
একটি মানচিত্রের অংশ,
যেখানে যাওয়া আর ফেরার পথ
সবই জানে, কেবল আমি ছাড়া।
আমরা কি তবে শুধু ছায়া?
আগের দিনগুলোর প্রতিধ্বনি,
যেখানে প্রতিটি সিদ্ধান্ত
এক অবচেতন নিয়মে বাঁধা।
চিহ্ন
করাতের শব্দে ঘুম ভেঙে যায়,
শরীরের ভেতরে টের পাই তার ধার,
ধীরে ধীরে কেটে ফেলে সব-
মাংস, হাড়, রক্তের শিরা।
তুমি দাঁড়িয়ে দেখছো নির্লিপ্ত চোখে,
কেমন করে করাতের দাঁতে
আমার সমস্তটা ভেঙে যায়,
আমি টুকরো টুকরো হয়ে
ছড়িয়ে পড়ি মাটিতে।
একটা অংশ কি রেখে যাবে?
নাকি সবটাই কেটে
ফেলে যাবে সময়ের মতো?
করাতের প্রতি কাঁপনে আমি হারাই-
তবু যেন রক্তের ভেতরে জমে থাকে
তোমার শেষ স্পর্শের চিহ্ন।
নির্জন এম্পোরিয়াম
মাসুদুল হক
ফাল্গুন দুপুরে কবিতা শিখতে
বসে যায় আবেগের ঘোলা চোখ
নির্জন এম্পোরিয়াম...
কিছু শুকনো পাতা বাতাস হারিয়ে
গোলকধাঁধায় ঢুকে পড়লে
লাজুক ছন্দবিধির কপাটে
সানাই বাজান বিসমিল্লাহ খাঁন
মধ্যবিত্তনামা
মাজহারুল ইসলাম
তোমাকে লিখবো লিখবো করে
কত দিন কেটে যায় আমার!
সকাল দুপুর বিকেল গড়িয়ে
রাতের আঁধার সবকিছু কেমন গ্রাস করে নেয়
মোটা ভাত মোটা কাপড়ের অধিকারটুকুও।
বেঁচে থাকার জন্য এই যা -
একমাত্র ‘মধ্যবিত্ত’ তকমাটা ছাড়া
আর কিছুই যে থাকে না!
তাইতো আগ-পিছ ভেবে-চিন্তে
তোমাকে আর লেখা হয় না!
জানো তো-
মধ্যবিত্তের জমি-জিরাত ঘর-দোর সবই থাকে
বাড়ির দক্ষিণকোণে শান বাঁধানো পুকুর থাকে
সুখ দুঃখ হাসি-কান্নার রক্ষণশীল গল্প থাকে
উন্মুখ প্রাপক থাকে শুধু প্রেরক থাকে মধ্যবিত্ত মননের!