ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

প্রতিবাদী লেখক সম্মাননা পেলেন মাহবুব নাহিদ

প্রকাশিত: ১৪:৫৯, ৩০ নভেম্বর ২০২৪

প্রতিবাদী লেখক সম্মাননা পেলেন মাহবুব নাহিদ

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ। 

কলি প্রকাশনী আয়োজিত ফ্যাসিবাদবিরোধী সাহিত্য উৎসবে প্রতিবাদী লেখক সম্মাননায় ভূষিত হয়েছেন বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সাওল হার্ট সেন্টারের কাজল মিলনায়নে এ পুরস্কার প্রদান করা হয়।

লেখক মাহবুব নাহিদ তার সাহসী লেখনী এবং রাজপথে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। তিনি ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন এবং বিপ্লবী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ইতোমধ্যে তাঁর লেখা ১৫টি বই পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

অনুষ্ঠানে আরো সম্মাননা পান কবি আহমেদ স্বপন মাহমুদ, লেখক লতিফুল ইসলাম শিবলী, কথাসাহিত্যিক মুহাম্মদ আসাদুল্লাহ এবং কবি পলিয়ার ওয়াহিদ। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণা এবং কবিতা পাঠ করা হয়।

মাহবুব নাহিদ তার লেখনীতে তারুণ্যের শক্তি, বিদ্রোহী আদর্শ এবং শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্নকে তুলে ধরেন।

এম হাসান

×