ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ২০:১৬, ১৫ নভেম্বর ২০২৪

কবিতা

.

ফুল পাখিদের মেলা

শেলীনা আকতার খানম

পুকুর ঘাটে কালো কোকিল
নামছে খেতে জল,
দৌড়ে এসে বললো টিয়েÑ
‘খেলতে যাবি চল।’

টিয়ার কথা শুনে কোকিল
সামনে তোলে চোখ,
ময়না বলেÑ ‘ফুলের বনে
মজার খেলা হোক।’

ঘাসের নোলক পরে ফড়িং
খুশির নাচন নাচে,
খেলায় চড়ুই দোয়েল শ্যামা
সবাই ভেড়ে কাছে।

খেলা খেলা খেলে খেলে
পেরিয়ে গেলো বেলা,
বসে এমন রোজ কতো না
ফুল পাখিদের মেলা।


*

বিশ্বটাকে কাচতে চাই

পথিক ইদ্রিস

আমরা শিশু আজকে কোমল, কালকে হবো ঠিক ইস্পাত
সব জালিমের শির বরাবর প্রত্যাঘাতের রাখবো হাত
আমরা শিশু ভবিষ্যতে করবো ঠিকই বিশ্ব জয়
তাই কোনোরূপ নির্দয়তায় না হোক শিশুর জীবন ক্ষয়।

আমরা শিশু এই পৃথিবীর মুছবো সকল অন্ধকার
বিশ্বজুড়ে রাখবো খবরÑ যাচ্ছে সময় মন্দ কার
আমরা আলোর পিদিম হয়ে আপন আলোয় জ্বলতে চাই
তাই নিরাপদ জীবন নিয়ে আমরা সদা চলতে চাই।
 
আমরা শিশু মায়ের শাড়ির আঁচল ধরে ঘুরতে চাই
পাখপাখালির সঙ্গী হয়ে স্বাধীনভাবে উড়তে চাই
আমরা শিশু মানুষ হওয়ার শিক্ষা পেয়ে বাঁচতে চাই
ময়লা হওয়া কাপড় ভেবে বিশ্বটাকে কাচতে চাই!


*
আসলাম সানীর কবিতা

এ বাংলাদেশ

ছেলেরা জাগছে, মেয়েরা জাগছে
নতুন দিনের সাথীরে ডাকছে
দেয়ালে দেয়ালে স্বপ্ন আঁকছে
ঘুণে ধরা এই সমাজটা শেষ
ছড়িয়ে পড়ছে ওই আলোকের রেশ;

মুক্ত আকাশে আজ পাখিরা উড়ছে
নষ্ট-ভ্রষ্ট জঞ্জালগুলো পড়ছে
লাল-সবুজেই সবাই বিশ্বটা ঘুরছে
আনন্দ উৎসবে মুগ্ধ আবেশ
তারুণ্য দীপ্ত আজ এ বাংলাদেশ

আকাশে-বাতাসে তাই মেঘেরা হাঁকছে
নদীতে-সাগরে ওই জোয়ারও লাগছে
প্রকৃতির ডাকে মহাকাল ফুঁসে রাগছে
সূর্যের ছটা যেন ছোটে অনিমেষ
ধন্য ধন্য আজ সোনার এ দেশ।


*

নদীর তীরে

মিজান ফারাবী

 

মেঘের ভেলায় শরৎ আসে সাদা সাদা ফুল
বকের সারি উড়তে গিয়ে হারায় নদীর কূল
বিল-পাথারে নদীর ধারে দুলছে কাশের মেয়ে
পরশে তার যাই হারিয়ে রূপের দিকে চেয়ে।

নদীর ধারে রাত-আঁধারে চাঁদের মতন হাসি
উঠোন জুড়ে শেফালিরে বড্ড ভালোবাসি;
সকালের ওই নরম আলো শিশির ভেজা মুখে
রূপের রাণী শরৎ আমার দোল খেয়ে যায় বুকে।

হিম বাতাসে মাঝির সুরে ভাটিয়ালি গানেÑ
নদীর তীরে শরৎ আমায় ভীষণরকম টানে
নানান ফুলে মৌমাছিরা ছুটছে মাতাল ঘ্রাণে
মাতাল হাওয়া এলোমেলো শরৎ আসে প্রাণে।

নতুন প্রাণে শাদা মেঘ ওই কাশফুলে ঠিক ফোটে
তেপান্তরে ছেলেমেয়ে চতুর্দিকে ছোটে।
শরৎ আসে দিল আকাশে মেঘের ছোঁয়া বিলে
আবার চলো খেই হারিয়ে স্মৃতির ‘বখশোখিলে’।

×