ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

রবির দৃষ্টি

মো: ফজলে রাব্বী

প্রকাশিত: ১৫:১১, ১৫ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:১৪, ১৫ নভেম্বর ২০২৪

রবির দৃষ্টি

রবির দৃষ্টি
মো: ফজলে রাব্বী

রক্ত আমার তৃষ্ণা পানি কি করিবে নিবারণ?
হে বীর,
কখন বল আসিবে তুমি বল ভাঙ্গিবে তোমার ঘুম?
স‚র্য কি দেয় ফাঁকি কভু
মেঘ জমে অযুহাত!
শস্যবীজ কি দেয় ফাঁকি কভু
কথার বরখেলাপ!
সোনার দেশে আজ বর্গির হানা
লুটিতে বাহাতে অত্যাচার আর
তার ডানহাতে নিপীড়ন।
ম‚র্খমালীর রাজসভায় আজ মালীদের সমাগম।
যে কলি আজই ফুটেছে সবে
করেছে যে তার লালন
না পায় ভিক্ষা না পায় রক্ষা করতে জলদি ভক্ষণ।
সোনার দেশে কত আছে দেখ প্রজ্জ্বলিত বাতি সোনার কারিগর,
মূর্খমালী নেমেছে হেসে আর বেধেছে নীলকর।
হে বীর
কখন বল আসিবে তুমি বল ভাঙ্গিবে তোমার ঘুম?
 

জাফরান

×