ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

পাঠকদের লেখা নিয়ে প্রতি বৃহস্পতিবার চতুরঙ্গে পুরো পাতার আয়োজন 

সমাজ ভাবনায় এবারের বিষয়: সন্তানের সুশিক্ষা

প্রকাশিত: ১৮:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ১৮:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪

সমাজ ভাবনায় এবারের বিষয়: সন্তানের সুশিক্ষা

সমাজ ভাবনা

স্কুল কলেজে পড়ালেই সন্তান সুশিক্ষিত হবে, এমন নয়। একাডেমিক শিক্ষার বাইরেও অনেক কিছু শেখার রয়েছে। শিক্ষকের চাইতে সন্তানের বাবা-মা ও পরিবারের সদস্যরাই সেই শিক্ষা সুন্দরভাবে দিতে সক্ষম। সামাজিক রীতিনীতি, আদবকায়দা, বড়দের সঙ্গে আচরণ, অচেনা ব্যক্তির সঙ্গে ব্যবহার এই সব কিছুরই যথাযথ শিক্ষা গুরুত্বপূর্ণ। পরিবারের ছেলে সন্তানকে জানতে হবে একটি মেয়ের সঙ্গে সে কেমন আচরণ করবে, তেমনি মেয়ে সন্তানকেও সতর্ক ও সচেতন থাকার শিক্ষা দিতে হবে মন্দলোক সম্পর্কে।
এসবই উঠে আসুক আপনাদের লেখায়।    

২৩ সেপ্টেম্বর সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না, ই-মেইলেও লেখা পাঠাতে পারেন। 

সমাজ ভাবনা
দৈনিক জনকণ্ঠ 
জনকণ্ঠ ভবন,২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা।
ই-মেইল: [email protected] 

 

শহিদ

×