ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

পাঠকদের লেখা নিয়ে প্রতি বৃহস্পতিবার চতুরঙ্গে পুরো পাতার আয়োজন 

সমাজ ভাবনায় এবারের বিষয়: পর্যটন

প্রকাশিত: ১৮:০২, ১১ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ১৮:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৪

সমাজ ভাবনায় এবারের বিষয়: পর্যটন

সমাজ ভাবনা

ভারি সুন্দর নয়নলোভন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। অজস্র অঢেল সৌন্দর্যভূমি রয়েছে দেখার, তবু ভিনদেশী পর্যটকদের আমরা তেমনভাবে আকৃষ্ট করতে পারছি না। যদিও প্রতিটি ছুটিতে প্রতিটি পর্যটনকেন্দ্র মুখরিত হয়ে ওঠে দেশের ভ্রমণ পিপাসুদের পদচারণায়। নিশ্চিদ্র নিরাপত্তা, বিচিত্র বিনোদন এবং ভিনদেশী সংস্কৃতিসম্মত পানাহার এই তিনটি সেবা নিশ্চিত করলেই আমাদের পর্যটনশিল্প পুষ্ট হয়ে উঠবে। তাই পর্যটনের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা চাই। এসবই উঠে আসুক আপনাদের লেখায়।    

১৬ সেপ্টেম্বর সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না; ই-মেইলেও লেখা পাঠাতে পারেন। 

সমাজ ভাবনা
দৈনিক জনকণ্ঠ 
জনকণ্ঠ ভবন,২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা।
ই-মেইল: [email protected]


 

শহিদ

×