ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

জিশান সাহিল-এর পাঁচটি কবিতা

ভূমিকা ও অনুবাদ : সরকার মাসুদ

প্রকাশিত: ২২:৪৬, ২৯ আগস্ট ২০২৪

জিশান সাহিল-এর পাঁচটি কবিতা

জিশান সাহিল

জিশান সাহিল পাকিস্তানের কবি। আশির প্রজন্মের এই অগ্রগণ্য কবির জন্ম সিন্ধু প্রদেশের হায়দরাবাদে, ১৯৬১ সালে। প্রতিভাবান এই কবি মাত্র তেইশ বছর বয়সে তার কাব্যসামর্থ্য দেখাতে পেরেছিলেন ছাব্বিশ পৃষ্ঠার এক চটি বইয়ের মাধ্যমে। পরবর্তী কুড়ি বছরে আরও ছটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখ্য ‘চিড়িয়োঁ কা শোর’।

বহুপ্রজ জিশানের গ্রন্থের সংখ্যা তার সমকালিক অন্যান্য কবিদের চেয়ে বেশি। তার কবি তার একটি বিশেষ দিক হচ্ছে বর্তমান রাষ্ট্রনীতি ও  সমাজ ব্যবস্থার প্রতি অবিশ্বাস। ফলে তার অনেক কবিতা শ্লেষাত্মক হয়ে উঠেছে। পরে ওই শ্লেষ থেকে জন্ম নিয়েছে প্রতিবাদ যা জিশানের পঁয়তাল্লিখ বছর পরবর্তী অসংখ্য কবিতায় দৃশ্যমান। তবে ওই প্রতিবাদ বাণীরূপ পেয়েছে শিল্পের পথ ধরেই।

এখানে অনুবাদিত কবিতাগুলো ‘চিড়িয়োঁ কা শোর’, ‘করাচি অওর দুসরি নজমে’ ও ‘কহর-আলুদ আসমান মে তারে’ কাব্যগ্রন্থসমূহের অন্তর্গত। মূল ভাষা উর্দু থেকে ইংরেজি করেছেন সুফি মঞ্জুর এলাহী। আর ইংরেজি থেকে বাংলা ভাষার চেহারা দিয়েছেন বর্তমান অনুবাদক।

×