ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

শ্রদ্ধাঞ্জলি ॥ কবি মাকিদ হায়দার

প্রকাশিত: ০১:১৫, ১২ জুলাই ২০২৪

শ্রদ্ধাঞ্জলি ॥ কবি মাকিদ হায়দার

মাকিদ হায়দার

আমি যেন

মাকিদ হায়দার

আমার ঘুমের পায়ে বেড়ি দিয়ে বসে আছে একজন।

আমি যেন দিনরাত জেগে থাকি তার পাশে
শুনতে হবে তার হাজার কথা;
কবে কোন ছেলে তাকে নাকি বলেছিলো
দেখা হবে আমাদের।

শুনলাম তাকে নদী ডেকে ছিলো বার দুই
অথচ নেয়নি বুকে,
যেমন তোমার পাশের বাড়ির
মনিদীপা
কাছে ডেকে বার বার দিয়েছে ফিরিয়ে।

শেষ রাতে একবার মনে হলো
আমার ঘুমের পায়ে মনিদীপা
দিয়েছে শেকল বেঁধে। 

আমি যেন তাকে ছেড়ে
কখনো দূরে যেতে না পারি।


** ভেতরে বাহিরে

তাকে বলে দিয়ো তার পায়ের চিহ্ন যেন
আমার বাড়ির উঠোনে না পড়ে।

অনেক সয়েছি দুপুরের রোদ
শীতের বাতাস, থেকেছি দাঁড়িয়ে
তার বাড়ির সামনে সকাল বিকাল।

একবারও খোলেনি দরজা, এস নাকি
লোহার দরজা, হুট করে বাড়ির ঘেউ ঘেউ
ডেকেছিলো বার দুই।

আজকাল ডাকিনে কাউকে, যাকে নিয়ে একদিন
ভেবেছি অনেক। জানি না তিনি কোথায়

দেখা হলে বলতাম খুব ভালো আছি

ভালো মন্দ যাই থাকি না কেন, তার তাতে কিবা এসে যায়।

হঠাৎ জমলো মেঘ, অথচ এলো না নেমে
নেমে এলে বলতাম তাকে
রুন ঢিলা
ভিজিয়ে দিয়ে এসো আমার কাছে

তবু থাকি আশায় আশায়
ভেতরে বাহিরে। 


(আমাদের দপ্তরে পাঠানো কবি মাকিদ হায়দারের অপ্রকাশিত সর্বশেষ দু’টি কবিতা)
-বি.স

×