ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির অনুষ্ঠান নিসর্গ ও নক্ষত্র

প্রকাশিত: ১৬:৪৭, ১০ জুলাই ২০২৪

বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির অনুষ্ঠান নিসর্গ ও নক্ষত্র

বিটিভির বিশ্বসাহিত্য বিষয়ক ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানে উপস্থাপক মারুফ রায়হান

বুধবার বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে বিটিভিতে প্রচার হবে বিশ্বসাহিত্য ও বিশ্বসংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’। অনুষ্ঠানটি পরিকল্পনা-গ্রন্থনা-উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান। এতে সমকাল মহাকাল পর্বে নিউইয়র্ক থেকে যুক্ত হয়ে কবি লায়লা ফারজানা নোবেলজয়ী কবি লুইস গ্লুক সম্পর্কে আলোচনা করেছেন। সেইসঙ্গে লুইসের একটি কবিতার অনুবাদও পাঠ করেছেন তিনি।

গ্রীক আধুনিক সাহিত্যের প্রধান কণ্ঠস্বর নিকোস কাজানজাকিসের মহাকাব্য ও উপন্যাস বিষয়ে আলোকপাত করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস। এতে কাজানজাকিসের বিশ^খ্যাত চলচ্চিত্র জোরবা দ্য গ্রিকের অংশবিশেষ পরিবেশিত হয়েছে, যেটিতে অভিনয় করেছেন এন্টোনি কুইন। এ পর্যায়ে গ্রীক অর্কেস্ট্রার নৃত্যগীত পরিবেশিত হয়েছে।

চরণ চিত্রণ পর্বে নিজের শিল্পজগৎ নিয়ে বলেছেন শিল্পী মাহমুদুর রহমান দীপন। তার সঙ্গে মার্কিন শিল্পী জ্যাকসন পোলোকের শিল্পসাধনা নিয়ে আলাপ করেছেন উপস্থাপক। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। উল্লেখ্য তিন বছর একটানা প্রচার হয়েছে ‘নিসর্গ ও নক্ষত্র’। মাঝে কিছুকাল বিরতির পর নবপর্যায়ে অনুষ্ঠানটি ধারণ ও প্রচার হচ্ছে।
 

 

শহিদ

×