ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

সুমন্ত কুমার সাহার’র ছয় বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২০:৪১, ১১ মার্চ ২০২৩

সুমন্ত কুমার সাহার’র ছয় বইয়ের মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন অনুষ্ঠান

এসএস একাডেমির প্রকাশনায় ডাক্তার সুমান্ত কুমার সাহার স্বাস্থ্য বিষায়ক “স্কেলেটন অফ এমআরসিপি” সিরিজের এর ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শুক্রবার (১০ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি, হোটেল জিনজিয়ানে ডাক্তার সুমন্ত কুমার সাহার সঞ্চালনায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রধান চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ।

অনুষ্ঠানে স্কেলেটন অফ এমআরসিপি পার্ট- ১ (১০০ টপিকস ফর এমআরসিপি পার্ট-১ এন্ড এনি পোস্ট গ্রাজুয়েট এক্সাম প্রিপারেশনস। স্কেলেটন অফ এমআরসিপি পার্ট- ২ (১০০ টপিকস ফর এমআরসিপি পর্ট ২ রিটেন এন্ড এনি পোস্ট গ্রাজুয়েট এক্সাম প্রিপারেশনস। স্কেলেটন অফ এমআরসিপি পার্ট- ১ গাইড বুক ফর এমআরসিপি পার্ট-১ (মেডিসিন) প্রিপারেশন। স্কেলেটন অফ এমআরসিপি পার্ট- ১ এ গাইড বুক ফর এমআরসিপি পার্ট-১ (মেডিসিন) প্রিপারেশন (সিস্টেম- গ্যাস্ট্রোএন্ট্রোলজি এন্ড হেপাটলজি)। স্কেলেটন অফ মেডিসিন এস এস- বুলেটস (লাস্ট কল প্রিপারেশন ফর এমআরসিপি এন্ড এফসিপিএস এক্সামস)। স্কেলেটন অফ প্রেসেন্টেশন স্কিলস। দ্যা পকেটবুক অফ কেস প্রেজেন্টেশন। মেডিসিন এসএস-বুলেটস্, স্কেলেটন অফ প্রেজেন্টেশন স্কিলস্ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার টিটু মিয়া, স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির, অধ্যাপক ডাক্তার মামুন-আল-মাহতাব-স্বপ্নীল, অধ্যাপক ডাক্তার আব্দুল হানিফ (টাবলু), অধ্যাপক ডাক্তার শিশির চক্রবর্তী, অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, ডাক্তার এ.এম. শামিম, ডাক্তার মো. আবু সাঈদ, ডাক্তার মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডাক্তার এ.জেড.এম মাইদুল ইসলাম, মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার এইচ আর হারুন, অধ্যাপক ডাক্তার কেএমএইচএস সিরাজুল হক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল কাহ্হার, অধ্যাপক ডাক্তার সুদানসু রঞ্জন দে, অধ্যাপক ডাক্তার সেলিম সাকুর, অধ্যাপক ডাক্তার মো. আবিদ হোসাইন মোল্লাহ, অধ্যাপক ডাক্তার সাঈদ আফজালুল কারিম, অধ্যাপক ডাক্তার শেখ জান্নাত আরা নাসরিন, অধ্যাপক ডাক্তার শাহীন রহমান রহমান চৌধুরী প্রমুখ।
 

ইয়াহইয়া নকিব

×