![বাংলাদেশি পাসপোর্টে ১৭ দেশে অন-অ্যারাইভাল ভিসা বাংলাদেশি পাসপোর্টে ১৭ দেশে অন-অ্যারাইভাল ভিসা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/image-31544-1710067201_11zon-2501022037.jpeg)
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৪ অনুযায়ী ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের স্থান ৯৭তম। মূলত, একটি দেশের পাসপোর্টের মূল্যায়ন করা হয় তার নাগরিকরা ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করতে পারে, তার উপর ভিত্তি করে। পৃথিবীর প্রায় সব দেশেই অন-অ্যারাইভাল ভিসা সুবিধা প্রদান করে, যার মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই প্লেনের টিকিট কেটে ওই দেশে যাতায়াত করা যায়। তেমনি, বাংলাদেশিরাও কিছু দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পেয়ে থাকে।
বাংলাদেশী পাসপোর্টধারীরা ১৭টি দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা গ্রহণ করতে পারেন। এই ১৭টি দেশের মধ্যে এশিয়ার মালদ্বীপ, ভুটান, নেপাল, পূর্ব তিমুর এবং শ্রীলঙ্কা অন্তর্ভুক্ত। আফ্রিকাতে, কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমরোস, গিনি বিসাও, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিসেলস, সিয়েরা লিওন এবং সোমালিয়া সহ আরও কিছু দেশ রয়েছে। এছাড়া, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া এবং ওশেনিয়া অঞ্চলের দেশ টুভালু রয়েছে।
অন-অ্যারাইভাল ভিসা প্রক্রিয়ায়, গন্তব্য দেশে পৌঁছানোর আগে ভিসার জন্য আবেদন করতে হয় না। সেখানে পৌঁছে প্রয়োজনীয় ফি দিয়ে ভিসাটি সংগ্রহ করা যায়। দেশভেদে এ প্রক্রিয়ার কিছুটা পরিবর্তন হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিসা পাওয়া যায়। ভিসার মেয়াদ সাধারণত ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত থাকে। তবে, অন-অ্যারাইভাল ভিসার শর্তসমূহ বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী পরিবর্তিত হতে পারে, যা হেনলি পাসপোর্ট ইনডেক্সের ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানানো হয়েছে।
রাজু