ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বাংলার বুকে এক টুকরো ইউরোপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ৩ ডিসেম্বর ২০২৪

বাংলার বুকে এক টুকরো ইউরোপ

কাজী এন্ড কাজী টি এস্টেট

কাজী এন্ড কাজী টি এস্টেট লিমিটেড বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান, যা পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রওশনপুর গ্রামে অবস্থিত। ঢাকা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে এই চা বাগানটি অবস্থিত। 

 

এই চা বাগানে চা উৎপাদনের পাশাপাশি পর্যটকদের জন্য আনন্দধারা রিসোর্ট নামে একটি রিসোর্টও রয়েছে, যেখানে অতিথিরা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। কাজী এন্ড কাজী টি এস্টেট লিমিটেডের প্রধান কার্যালয় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। 

পর্যটকরা তেঁতুলিয়া থেকে প্রায় ৮-১০ কিলোমিটার দূরে শালবাহান ইউনিয়নের রওশনপুর এলাকায় অবস্থিত এই রিসোর্টে যেতে পারেন। 

 


কিভাবে যাওয়া যায়
কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ঢাকার শ্যামলী থেকে বাসে পঞ্চগড়ে যাওয়া যায়। ভাড়া ১২০০/১৮০০টাকা। সময় লাগে ৮/৯ঘন্টা। রাত ৮-১০টার মধ্যে বাস গুলি ছেড়ে যায়। তেঁতুলিয়া থেকে ৮/১০ কি. মি. দূরে শালবাহান ইউনিয়ের রওশনপুর এলাকায় মাইক্রো/অটো ভ্যানে করে যেতে পারেন। থাকতে পারেন তেতুলিয়া ডাকবাংলোতে, পিকনিক কর্ণারে।

বিস্তারিত
তেঁতুলিয়া উপজেলার ৮/১০ কি. মি. দূরে শালবাহান ইউনিয়ের রওশনপুর এলাকায় সুনিবির পরিবেশে গড়ে উঠেছে মনোরম অবকাশ যাপন স্পট। এখানে দেশের বিভিন্ন স্থান হতে হাজারো প্রকৃতি প্রেমী পর্যটকের বেড়াতে আসেন।

জাফরান

×