ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাকার আশেপাশে একদিনের ট্যুরে কোথায় যাবেন?

প্রকাশিত: ১২:২৫, ১ নভেম্বর ২০২৪

ঢাকার আশেপাশে একদিনের ট্যুরে কোথায় যাবেন?

শহুরে জীবনের ব্যাস্ততা কাটাতে ছোটখাট ট্যুর এর বিকল্প নেই। তবে যানজটেরঝামেলার কারনে অনেকে রোড-ট্রিপ পরিকল্পনাই বাদ দিয়ে দেয়। কিন্তু চাইলেই সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার আশেপাশে রিসোর্ট ভাড়া নিয়ে পরিবারের সাথে একান্ত সময় কাটানো যায়। ঢাকার আশেপাশে একদিনের ট্যুর দিতে চাচ্ছেন? 

ঢাকার আশেপাশে রিসোর্ট সমূহ 
  ১. ছুটি রিসোর্ট:  ঢাকা থেকে মাত্র ১৮ কিমি দূরে গাজীপুরে ছুটি রিসোর্ট অবস্থিত। ৫৪ বিঘা জমির উপর তৈরি হয়েছে রিসোর্টটি। বিমান বন্দর থেকে এক ঘন্টার কম সময়ে এখানে যেতে পারবেন। রিসোর্টে ঢুকেই নানান রকম গাছগাছালি ও বণ্য প্রাণীর বিচরণ দেখা যায়। এখানে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে থাকার জন্য ৫০টির বেশি রুম আছে। বিশেষ করে উডেন কটেজ, ভাওয়াল কটেজ, ফ্যামিলি কটেজ নামের কটেজগুলো বেশ জনপ্রিয়।

 ২.  দ্যা হেরিটেজ রিসোর্ট: নরসিংদীর নওপাড়াতে অবস্থিত দ্য হেরিটেজ রিসোর্ট। ঢাকা বিমানবন্দর থেকে যেতে এক ঘন্টার মত সময় লাগে। বিভিন্নরকম লতাপাতা ও সবুজের চাঁদরে মোড়ানো রিসোর্টটি। ১৫০ বিঘার মত বিশাল জায়গায় বিভিন্নরকম স্যুট আর ভিলা আছে। অতিথিরা লেকের পাশে ওয়াটার কটেজে থাকতে বেশি পছন্দ করে।
ঠিকানাঃ বাগানবাড়ি, মাধবদী, নরসিংদী

 ৩.সারাহ রিসোর্ট: ঢাকা থেকে ৫০ কিমি দূরে সারাহ রিসোর্ট। এখানে যেতে দেড় ঘন্টার মত সময় লাগবে। রিসোর্টের ঝলমলে আলো আর রাস্টিক শিল্পকর্ম বেশ একটা অভিজাত্যের ছোঁয়া দেয়। এখানকার রুমগুলো বেশ বড় আর বিদেশী হোটেলগুলোর মত কাঠের নকশা করা। থাকার জন্য মাড হাউজ, ওয়াটার ফ্রন্ট ভিলা, স্যুটসহ অনেক রকমের কটেজ পাবেন। সব রুমেই আধুনিক আসবাবপত্র আছে। এছাড়া ১ হাজার মানুষের ধারণক্ষমতার রেস্টুরেন্ট-সহ লম্বা ডাইনিং প্যাসেজ আছে।।

ঠিকানাঃ রাজাবাড়ি, রাজেন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর
বিশেষ সুবিধাঃ সাজানো রুম, ফ্রি পার্কিং, পোষা প্রাণী রাখার ব্যবস্থা, ওয়াইফাই 
 ৪.রিভেরি হলিডে রিসোর্ট: কম খরচে ঢাকার আশেপাশের রিসোর্টগুলোর মধ্যে রিভেরি হলিডে রিসোর্ট উপরের সারিতে থাকবে। শহুরে আবহ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাইলে এখানে ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে এক ঘন্টার মধ্যে এখানে পৌছাতে পারবেন। ইস্টার্ন বাংলোসহ বেশ কিছু স্যুট আছে এখানে। ইচ্ছামত আধুনিক বা ফরেস্ট বাংলো ভাড়া নিতে পারবেন।
ঠিকানাঃ টেক কাঠোরা, মইশানবাড়ি, গাজীপুর

 ৫.ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা: গাজীপুর ভাওয়াল বনের কিনারায় সুন্দর নিরিবিলি পর্যটন স্থান হলো ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। ঢাকা থেকে যেতে দুঘন্টার মত সময় লাগবে। সাপ্তাহিক ছুটি কাটানোর সেরা জায়গা এটা। এখানকার টিন ও টালি স্টাইলের ছাদের ঘরগুলো দেখতে দারুণ লাগে। আধুনিক সুবিধাসহ অনেক স্যুট ও ভিলা আছে। গ্রীষ্ম মৌসুমে এখানকার সুইমিং পুলে নেমে অনেক মজা করা যায়। বাকি সময় পুলের পাড়ে বসে গান শুনে সময় কাটাতে পারবেন।

ঠিকানাঃ নলজানি, মির্জাপুর, বাড়ইপাড়া, গাজীপুর 
 

জাফরান

×