ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

তরমুজের জুস

সাবিনা রাহাত

প্রকাশিত: ১৯:২২, ২৩ মার্চ ২০২৫

তরমুজের জুস

যা লাগবে : ছোট তরমুজ- ১টি, লেবু- ১টি, এক চিমটি বিট লবণ।
যেভাবে করবেন : তরমুজ খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে নিতে হবে। টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে, যতক্ষণ না সব বীজ ব্লেন্ড হয়। স্বাদ বৃদ্ধির জন্য তাতে লেবুর রস ও বীট লবণ দিয়ে, আবার এক মিনিটের জন্য ব্লেন্ড করতে হবে। তৈরি হয়ে গেলে বরফ টুকরো দিয়ে পরিবেশন করুন তরমুজের জুস।

×