ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কাঁঠালের লাড্ডু

প্রকাশিত: ২০:৪৮, ১১ আগস্ট ২০২৪

কাঁঠালের লাড্ডু

.

যা লাগবে : পাকা কাঁঠালের রস- ১ কাপ, বেসন- ১ কাপ, চিনি- ১/২ কাপ, এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ, ঘি- ২ টেবিল চামচ, কাজুবাদাম (কুচি করে কাটা)- ১/৪ কাপ, কিশমিশ- ১/৪ কাপ

যেভাবে করবেন : একটি প্যানে ঘি গরম করুনতাতে বেসন দিয়ে হালকা করে ভেজে নিনভাজা বেসন একটি পাত্রে তুলে রাখুনএকই প্যানে বাকি ঘি গরম করে কাঁঠালের রস প্যানে দিয়ে ভালোভাবে নাড়ুনকাঁঠালের রস মসৃণ হলে এতে চিনি যোগ করুনচিনি গলে গেলে এতে ভেজে রাখা বেসন দিয়ে মেশানমিশ্রণটি ঘন ও আঠালো হলে এলাচ গুঁড়া যোগ করুনকাজু বাদাম এবং কিশমিশ যোগ করে মেশানমিশ্রণটি একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে ছোট ছোট লাড্ডুর আকারে গড়ে নিনলাড্ডুগুলো সম্পূর্ণ ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন

×