ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১

আনারসের জুস

প্রকাশিত: ০১:৫৪, ১ জুলাই ২০২৪

আনারসের জুস

.

যা লাগবে: আনারস (টুকরো করা)- কাপ, চিনি- টেবিল চামচ, বরফ- টুকরো (কিউব), লবণ- স্বাদমতো, কাঁচামরিচ বাটা- আধা চা চামচ।

যেভাবে করবেন: প্রথমে আনারস ছিলে কেটে ধুয়ে টুকরো করে নিতে হবে। অতঃপর আনারসের টুকরোগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিতে হবে। সঙ্গে চিনি লবণ দিতে হবে। ভালো করে ব্লেন্ড হয়ে গেলে কাঁচামরিচ বাটা দিয়ে আরেকটু ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আনারসের জুস। ঠান্ডা ঠান্ডা আনারসের জুস গ্লাসে ঢেলে বরফ টুকরো দিয়ে পরিবেশন করুন।

×