ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১

পেঁপের জুস

প্রকাশিত: ০১:৫৩, ১ জুলাই ২০২৪

পেঁপের জুস

.

যা লাগবে: পাকা পেঁপে- কাপ, গুঁড়া দুধ- টেবিল চামচ, চিনি- চা চামচ, বরফ টুকরো- টুকরো (বরফ কিউব), তরল দুধ- কাপ।

যেভাবে করবেন: প্রথমে পকা পেঁপে ছিলে ধুয়ে টুকরো করে নিতে হবে। অতঃপর টুকরো করা পেঁপেগুলো ব্লেন্ডারে দিতে হবে। সঙ্গে দুধ (তরল), চিনি গুঁড়া দুধ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে পেঁপের জুসটা গ্লাসে ঢেলে পরিবেশন করুন উপরে বরফ কিউব দিয়ে। ঠান্ডা ঠান্ডা পরিবেবশন করুন মজাদার পেঁপের জুস।

×