ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

কাঁচা আম ও আলুবোখারার চাটনি

প্রকাশিত: ২০:১১, ২ জুন ২০২৪

কাঁচা আম ও আলুবোখারার চাটনি

.

যা লাগবে: কাঁচা আম- আধা কেজি, আলু বোখারা- কাপ, চিনি- কাপ, লবণ- পরিমাণমতো, সরিষার তেল- টেবিল চামচ, শুকনো মরিচ- ৪টি, পাঁচফোড়ন- চা চামচ, কাঁচামরিচ বাটা- চা চামচ।

যেভাবে করবেন: প্রথমে কাঁচা আম ছিলে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। আলুবোখারা ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে পাঁচফোড়ন ভেজে নিতে হবে। কেটে নেওয়া আম আলুবোখারা গরম তেলে হাল্কা ভেজে নিতে হবে। অতঃপর তাতে চিনি, লবণ, কাঁচামরিচ বাটা পরিমাণমতো পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। আম আলুবোখারা যখন সিদ্ধ হয়ে ঘন হয়ে আসবে তখন চুলা থেকে কড়াই নামিয়ে নিতে হবে। নামানোর আগে অন্য একটি কড়াইয়ে শুকনা মরিচ ভেজে গুঁড়া করে কাঁচা আম আলুবোখারার চাটনির ওপর ছড়িয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা আম আলুবোখারার চাটনি।

×