ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুরুষের জন্য লাল এবং হলুদ পোশাক পড়া হারাম কি না?

প্রকাশিত: ১৯:৫৩, ২১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২০:১৫, ২১ ডিসেম্বর ২০২৪

পুরুষের জন্য লাল এবং হলুদ পোশাক পড়া হারাম কি না?

পুরুষের লাল ও হলুদ রঙের কাপড় পরা প্রসঙ্গে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মতামত রয়েছে। তবে এমন প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, সরাসরি হারাম বলা কঠিন।নিরেট লাল এবং হলুদ, যেখানে কোন মিশ্রন নেই, এই দুই রঙের ব্যাপারে রাসূল (সা:) এর পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে।তবে ফকিহগন এই লাল এবং হলুদ কাপড় পড়াকে মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন।

 

আহমাদুল্লাহ আরো বলেন,এই রং গুলো মহিলাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। অন্যান্য রং পুরুষ এবং মহিলা উভয়ে পড়তে পারে। কিছু মানুষ বলেন, ইসলাম নারীদেরকে ছোট করে,কিন্তু দেখেন পুরুষদের লাল এবং হলুদ রং এর ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলে ও নারীদের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। ইসলাম বরং নারীদেরকে বেশি আগ্রাধিকার দিয়েছে।

রাসেল

×