ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গরমকালে বেল শরবতের ছয় উপকারিতা 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২৬, ৩০ এপ্রিল ২০২৫

গরমকালে বেল শরবতের ছয় উপকারিতা 

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকাল শুরু হতেই শরীর সুস্থ রাখতে ও ভালো থাকার জন্য হাইড্রেটেড থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তাপমাত্রা বাড়ার বিরূপ প্রভাব মোকাবেলার অন্যতম কার্যকর উপায় হলো ঠান্ডা ও সতেজতা আনে এমন পানীয় খাদ্যতালিকায় রাখা। বেল শরবত এমনই একটি পানীয়, যা শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে প্রয়োজনীয় পুষ্টিও জোগায়। ভারতীয় বেল বা উড অ্যাপল একটি ফল যা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বেল ফলের শাঁস থেকে রস বের করে, তাতে জল ও সামান্য মিষ্টি উপাদান মিশিয়ে তৈরি হয় বেল শরবত।

বেল শরবতের অসংখ্য স্বাস্থ্যগুণ রয়েছে। নিচে এর কয়েকটি উল্লেখ করা হলো—

পানিশূন্যতা রোধে সহায়ক: বেল শরবত প্রচুর পরিমাণে জলীয় উপাদান ধারণ করে, যা গ্রীষ্মকালে শরীরের তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

হজম শক্তি বৃদ্ধি করে: অতিরিক্ত গরমের ফলে হজমপ্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে এবং বদহজম বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। বেলে থাকা খাদ্যতন্তু হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর।

শরীর ঠান্ডা রাখে: বেল শরবতের ঠান্ডা প্রকৃতি শরীরের ভেতর থেকে উত্তাপ কমাতে সহায়তা করে। গরমে আরাম পাওয়ার জন্য এটি একটি আদর্শ পানীয়।

পুষ্টিতে ভরপুর: শুধু হাইড্রেটই নয়, বেল শরবত পুষ্টিতেও ভরপুর। এতে রয়েছে ভিটামিন ‘সি’, ‘এ’, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের কোষকে অক্সিডেটিভ চাপ থেকে রক্ষা করে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য বেল শরবত হতে পারে ভালো একটি বিকল্প। এতে ক্যালোরি কম, কিন্তু পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ, ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে।

ত্বকের যত্নে কার্যকর: বেল শরবতের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সূর্য ও গরমের কারণে ত্বকের ক্ষতি রোধ করতে পারে এবং ত্বকের নমনীয়তা ও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তাপমাত্রা যতই বাড়ুক, বেল শরবতের মতো প্রাকৃতিক ও ঠান্ডা পানীয় গ্রীষ্মকালে শরীরকে হাইড্রেটেড, চনমনে ও সতেজ রাখতে দারুণভাবে সাহায্য করে। এটি সহজেই খাদ্যতালিকায় যুক্ত করা যায়। চাইলে সরাসরি পান করুন, চাইলে অন্য ফলের সঙ্গে মিশিয়ে বা স্মুদি বানিয়েও উপভোগ করতে পারেন।

 

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার