ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঘড়ি ধরে দু’মিনিটের মধ্যে ঘুম আসবে, অনিদ্রা কাটাতে শিখে নিন মার্কিন ‘মিলিটারি ঘুম’-এর কৌশল

প্রকাশিত: ১৮:৫৪, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৫৪, ৩০ এপ্রিল ২০২৫

ঘড়ি ধরে দু’মিনিটের মধ্যে ঘুম আসবে, অনিদ্রা কাটাতে শিখে নিন মার্কিন ‘মিলিটারি ঘুম’-এর কৌশল

ছবি: সংগৃহীত।

বিছানায় শুয়ে পড়ার পরেও এপাশ-ওপাশ করতে থাকেন, কিন্তু কিছুতেই ঘুম আসে না? এমন সমস্যা থেকে মুক্তি পেতে কাজে আসতে পারে কটি কৌশল যা মার্কিন মুলুকে বেশ জনপ্রিয়। মাত্র দুই মিনিটে ঘুমিয়ে পড়ার জন্য একটি জনপ্রিয় মিলিটারি কৌশল রয়েছে, যা মার্কিন সেনাবাহিনী তাদের পাইলটদের দ্রুত এবং যে কোনও পরিস্থিতিতে, এমনকি যুদ্ধক্ষেত্রেও ঘুমিয়ে পড়ার জন্য শিখিয়েছিল বলে জানা যায়। এই কৌশলটি আয়ত্ত করতে নিয়মিত অভ্যাসের প্রয়োজন, কিন্তু বলা হয় একটানা ৬ সপ্তাহ অনুশীলন করলে ৯৬% ক্ষেত্রে এটি কার্যকর হয়।

১.  মুখের পেশী শিথিল করুন: জিহ্বা, চোয়াল এবং চোখের চারপাশের পেশী-সহ পুরো মুখমণ্ডল শিথিল করুন। ভ্রু কুঁচকে থাকবেন না, কপাল মসৃণ রাখুন।

২.  কাঁধ এবং হাত শিথিল করুন: দুই কাঁধ যতটা সম্ভব নীচে নামান, যাতে কোনও রকম টান না লাগে। এরপর এক এক করে উপরের এবং নীচের বাহু শিথিল করুন, প্রথমে একপাশে, তারপর অন্য পাশে। ক্রমশ হাত এবং আঙুলও শিথিল করুন।

৩.  বুক এবং শ্বাস-প্রশ্বাস শিথিল করুন: গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে বুককে শিথিল করুন।

৪.  পা শিথিল করুন: প্রথমে ডান উরু শিথিল করুন, তারপর ডান পায়ের নীচের অংশ বা কাফ মাসল, গোড়ালি এবং পায়ের পাতা শিথিল করুন। একইভাবে বাম পা শিথিল করুন – উরু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত।

৫.  মনকে শান্ত করুন (১০ সেকেন্ড): এখন যেহেতু আপনার শরীর শিথিল, মনকে শান্ত করার চেষ্টা করুন। একটি শান্ত মুহূর্ত কল্পনা করুন। যেমন, আপনি একটি শান্ত হ্রদের ধারে শুয়ে আছেন এবং উপরে নীল আকাশ দেখছেন। অথবা একটি অন্ধকার, শান্ত ঘরে আরাম করে শুয়ে আছেন। যদি কোনও চিন্তা মাথায় আসে বা মন বিক্ষিপ্ত হয়, তবে মনে মনে ১০ সেকেন্ড ধরে যে কোনও একটি শব্দবন্ধ মনে মনে পুনরাবৃত্তি করুন। দেখবেন অজান্তেই ঘুম এসে যাবেন।

সায়মা ইসলাম

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার