ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে!

প্রকাশিত: ২০:০৯, ২৯ এপ্রিল ২০২৫

এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে!

ছবিঃ সংগৃহীত

তীব্র গরমে এসি অনেকের জন্য বিলাসিতা, আবার কারও জন্য বাজেটের বাইরে। কিন্তু ভালো খবর হলোএসি ছাড়াও কিছু সহজ ও কার্যকর পদ্ধতি মেনে চললে ঘর ঠাণ্ডা রাখা সম্ভব। ঘর ঠাণ্ডা রাখার কয়েকটি উপায় নিয়েই এবারের আলোচনা।

সকাল ও রাতের হাওয়া কাজে লাগান। গভীর রাত ও ভোরবেলা সাধারণত বাইরের তাপমাত্রা কম থাকে। ভোরবেলা ও রাতের দিকে জানালা খুলে দিন। প্রতিপার্শ্বীয় হাওয়া আসার ব্যবস্থা রাখুন

সঠিকভাবে ঘরের পর্দা ও জানালা ব্যবহার করুন। দিনের বেলা রোদ সরাসরি ঘরে ঢুকলে তাপমাত্রা বেড়ে যায়। হালকা রঙের মোটা কাপড়ের পর্দা ব্যবহার করুন। পর্দার উপরে ভেজা কাপড় দিয়ে রাখতে পারেন। অথবা জানালা পানি দিয়ে ধুয়ে দিতে পারেন। এতে ঘর অনেকটাই ঠাণ্ডা থাকবে। পূর্ব ও পশ্চিম দিকের জানালায় বিশেষ নজর দিন।

সিলিং ফ্যান যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে বুঝতে হবে ফ্যান ঠিক দিকেই ঘুরছে। এছাড়া অন্যদিকে ঘুরলে ফ্যানের বাতাস শরীরে লাগবে না। সঠিকভাবে ফ্যান ব্যবহার করলে অনেকটা এসির মতো শীতলতা পাওয়া সম্ভব। টেবিল ফ্যানের সামনে বরফ বা ঠাণ্ডা পানির বোতল রাখুন ও ফ্যান ঘড়ির বিপরীত দিকে ঘোরানো নিশ্চিত করুন।

বাসার ছাদ সাদা রঙয়ের রাখুন। এতে সূর্যের তাপমাত্রা কম লাগে। তাই সাদা বা হালকা রঙে ঘরের দেয়াল ও ছাদ রাঙান। গাঢ় রং তাপ শোষণ করে, কিন্তু হালকা রং প্রতিফলন করে। ছাদের উপর সাদা রং বা প্রতিফলক শিট ব্যবহার করুন

এসি ছাড়াও ঘর ঠাণ্ডা রাখার অনেক টেকসই এবং সাশ্রয়ী উপায় আছে। একটু সচেতন হলে প্রাকৃতিকভাবেই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্ভব। এতে বিদ্যুৎ খরচও কমবে এবং পরিবেশের ক্ষতিও হবে না।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=3721367484818164

আরশি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার