ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

জেনে নিন একা সুখী থাকার সহজ উপায়: শুরু থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

প্রকাশিত: ১৯:৪৯, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫২, ২৯ এপ্রিল ২০২৫

জেনে নিন একা সুখী থাকার সহজ উপায়: শুরু থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ছবি: সংগৃহীত

একাকীত্বে সুখ খোঁজার চেষ্টায় আছেন? একা থাকার অর্থ কিন্তু একঘেয়ে বা বিষণ্ন হওয়া নয়। বরং কিছু অভ্যাস ও যত্নের মাধ্যমে আপনি নিজেকে সুখী ও পরিপূর্ণ রাখতে পারেন। একা থাকলেও নিজেকে ভালোবাসা ও মানসিক শান্তি অর্জন সম্ভব—এটাই আজকের প্রতিবেদনের মূল বার্তা।

প্রথম ধাপ: একাকীত্বে স্বস্তি খুঁজে নেওয়া

অনেকে সহজেই একা থাকতে পারেন, আবার অনেকের কাছেই এটা চ্যালেঞ্জের মতো। আপনি যদি দ্বিতীয় দলের হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন—নিজের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা একটা মূল্যবান বিনিয়োগ।

অল্পমেয়াদি কিছু সহজ টিপস

১. নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না
অন্যের সোশ্যাল লাইফ দেখে হীনমন্যতায় ভুগবেন না। কারও অনেক বন্ধু বা ব্যস্ত সময়সূচি মানেই তারা সুখী, তা নাও হতে পারে।

২. সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিন
স্ক্রল করে যদি মন খারাপ হয়, তবে ৪৮ ঘণ্টার জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন। ভালো লাগলে দৈনিক সময়সীমা নির্ধারণ করুন, যেমন ১০-১৫ মিনিট।

৩. ফোন থেকে কিছুক্ষণ দূরে থাকুন
এক ঘণ্টা ফোন বন্ধ রেখে দেখুন কীভাবে নিজেকে খুঁজে পাওয়া যায়। এ সময়ে লিখে ফেলুন আপনি একা কী করতে ভালোবাসেন।

৪. মনকে ঘুরে বেড়াতে দিন
প্রতিদিন ৫ মিনিট কিছু না করে একা বসে থাকুন। কোনো বই, গান, মোবাইল নয়—শুধু নিজের সঙ্গে সময় কাটান।

৫. নিজের সঙ্গে ডেট করুন
রেস্টুরেন্ট, সিনেমা বা কফিশপে একা যান। প্রথমে অস্বস্তি লাগলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে।

৬. শরীরচর্চা করুন
দিনে ১০ মিনিট হাঁটাহাঁটি করেও শুরু করতে পারেন। এটা শুধু শরীর নয়, মনকেও চাঙ্গা করে।

৭. প্রকৃতির সান্নিধ্যে যান
পার্কে হাঁটুন, বাগানে বসুন কিংবা জলের ধারে সময় কাটান। সপ্তাহে ১২০ মিনিট প্রকৃতির মাঝে থাকলে মানসিক চাপ কমে।

৮. একাকীত্বের সুবিধাগুলো উপভোগ করুন
বাড়িতে একা থাকলে রান্না, নাচ, বা কোনো শখের কাজে মন দিন—কারও সঙ্গে ভাগ করে নিতে হবে না!

৯. স্বেচ্ছাসেবামূলক কাজ করুন
অন্যের জন্য কিছু করলে মন ভালো থাকে। আপনি চাইলে ঘরে বসেও অনলাইন স্বেচ্ছাসেবা দিতে পারেন।

১০. কৃতজ্ঞতা প্রকাশ করুন
আপনার জীবনে যা আছে, তার জন্য কৃতজ্ঞ থাকুন। ছোট ছোট জিনিসগুলোও লিখে রাখুন, মন খারাপের সময় কাজে লাগবে।

১১. নিজেকে ক্ষমা করুন
ভুল করা স্বাভাবিক। নিজেকে বারবার দোষ না দিয়ে নিজের ভালো গুণগুলোর দিকে মন দিন।

১২. নিজের জন্য বিশেষ খাবার রান্না করুন
একলা খাচ্ছেন বলেই সাদামাটা খাবার খাবেন এমন না। মোমবাতি জ্বালিয়ে, সুন্দরভাবে টেবিল সাজিয়ে নিজের জন্য স্পেশাল ডিনার করুন।

১৩. সৃজনশীল কিছু করুন
গান, আঁকা, গল্প লেখা, গার্ডেনিং—যা করতে চান তাই করুন। ভালো না লাগলে বাদ দিন, নতুন কিছু ট্রাই করুন।

১৪. একজনের জন্য ভ্রমণ পরিকল্পনা করুন
কোনো উৎসব, মেলা, প্রদর্শনী কিংবা ছোট শহরে একদিনের ভ্রমণের প্ল্যান করুন। একা যাওয়াও মজার হতে পারে।

দীর্ঘমেয়াদি টিপস: যখন একা থাকা হয়ে যায় স্বাভাবিক

১৫. রুটিনে পরিবর্তন আনুন
রোজকার একঘেয়ে রুটিন বদলে ফেলুন। বাসা সাজান, নতুন কিছু শিখুন, কিংবা অন্যরকম কিছু করুন।

১৬. চাপ সামাল দেওয়ার কৌশল শিখুন
পূর্বের কঠিন সময় আপনি যেভাবে সামাল দিয়েছেন, সেগুলো মনে করুন। এখনো আপনি সেটা পারবেন।

১৭. সম্পর্ক ধরে রাখুন
একা থাকলেও প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। মাঝে মাঝে ফোন করুন, দেখা করুন।

১৮. ক্ষমা করতে শিখুন
ক্ষমা করলে মানসিক চাপ কমে, বিষণ্নতা দূরে যায়। কাউকে না জানিয়েও চিঠিতে নিজের ক্ষোভ ঝেড়ে লিখে ফেলতে পারেন।

১৯. স্বাস্থ্যের যত্ন নিন
পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়াম একা থাকার মানসিক চাপ হালকা করে।

২০. ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন
৫ বা ১০ বছর পরে আপনি কোথায় থাকতে চান—লিখে ফেলুন। এতে করে আপনার আত্মবিশ্বাস ও আশাবাদ বাড়বে।

সহায়তা চাইতে দ্বিধা করবেন না

সব চেষ্টা সত্ত্বেও যদি মন খারাপ থাকে, বিষণ্নতা বা উদ্বেগে ভোগেন—তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যাওয়া জরুরি। থেরাপি কেবল সমস্যার সমাধানের জন্য নয়, নিজেকে আরও ভালোভাবে বোঝার জন্যও প্রয়োজন হতে পারে।

আপনার যদি দরকার হয়, তবে ব্যয়বহুল থেরাপি না করে বিকল্প সাশ্রয়ী পথেও সহায়তা পাওয়া সম্ভব।

 

সূত্র:https://www.healthline.com/health/how-to-be-happy-alone#asking-for-help

রবিউল হাসান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার