
ছবি: সংগৃহীত
ভারতের বহরমপুরে জমজমাট ফ্যাশন শোতে শিশুদের গুটি গুটি পায়ে বিভিন্ন ড্রেস পড়ে মানুষের মন জয় করে ব়্যাম্পে পা মেলান। আর তারপরেই আকর্ষণ ছিল তৃতীয় লিঙ্গের এই ফ্যাশন শো।
সমাজে টিকে থাকার লড়াই তো আর একরকম নয়। একেকজনের লড়াই একেকরকম। তৃতীয় লিঙ্গের মানুষরাও পিছিয়ে নেই। বহরমপুরে তৃতীয় লিঙ্গের মানুষরাও হাঁটলেন ব়্যাম্পে। আয়োজিত হল ফ্যাশন শো।
বহরমপুর শহরে বেসরকারি উদ্যোগে এবার আয়োজিত হয় ফ্যাশন শো। যার নাম ছিল দ্যা বেঙ্গল আইকন ষ্টার সিজন ৩। উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। বহরমপুর শহরের একটি বেসরকারি হোটেলে ফ্যাশন শো দেখতে ভিড় জমান আট থেকে আশি সব বয়সের মানুষজন। বহরমপুরে শহরে ছোট্ট শিশু থেকে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এই ফ্যাশন শো আয়োজন করা হয় মুলত।
শহীদ