ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কীভাবে আপনার বাচ্চাকে দয়াশীল করে গড়ে তুলবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৪০, ২৮ এপ্রিল ২০২৫

কীভাবে আপনার বাচ্চাকে দয়াশীল করে গড়ে তুলবেন

শিশুদের মনে ভালোবাসা, দয়া ও সহমর্মিতার গুণাবলি গড়ে তুলতে ছোটবেলা থেকেই সচেতন প্রচেষ্টা প্রয়োজন। আমাদের প্রতিদিনের আচরণ, কথা ও অভ্যাসের মাধ্যমেই শিশু শিখে নেয় কীভাবে একজন সহানুভূতিশীল মানুষ হয়ে উঠতে হয়। নিচে কিছু সহজ ও কার্যকর উপায় দেওয়া হলো, যেগুলোর মাধ্যমে আপনার সন্তানকে মানবিক ও সদয় মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে পারেন।

১. দয়া প্রদর্শন করুন  
শিশুকে দেখান, কিভাবে দয়া মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। তার সামনে দৈনন্দিন জীবনে ছোট ছোট দয়ার কাজ করুন।

২. সহমর্মিতা গড়ে তুলুন  
তাকে বোঝান, অন্যদের অনুভূতি বুঝতে পারা এবং সহানুভূতি দেখানো কতটা গুরুত্বপূর্ণ।

৩. ইতিবাচক উচ্চারণের চর্চা করুন  
প্রতিদিন সকালে সন্তানের সাথে ইতিবাচক উচ্চারণ (positive affirmations) অনুশীলন করুন। এটি তার মধ্যে ভালোবাসা ও দয়ার মানসিকতা তৈরি করবে।

৪. কোমল সংবাদ পড়ার অভ্যাস গড়ুন  
তাকে এমন সব গল্প বা সংবাদ পড়তে দিন, যেখানে কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে দয়া ও সহানুভূতির উদাহরণ রয়েছে।

৫. ভুল করা স্বাভাবিক বিষয়  
আপনার সন্তানের কাছ থেকে কখনোই নির্ভুল আচরণ আশা করবেন না। মাঝে মাঝে ভুল করাটাই স্বাভাবিক।

৬. বন্ধুত্ব করতে উৎসাহ দিন  
সন্তানকে সব ধরনের শিশুর সাথে বন্ধুত্ব করতে বলুন, যেন রঙ, ধর্ম বা সামাজিক শ্রেণির ভিত্তিতে সে বিভেদ না করে।

৭. দয়া উদযাপন করুন  
সন্তান (এবং নিজেরও) দয়ার কাজ উদযাপন করুন, তবে কোনো বস্তুগত পুরস্কার দিয়ে নয়; বরং ছোট কোনো শুভেচ্ছা বা ভালোবাসার ইঙ্গিত দিয়ে।

৮. জীবনসঙ্গীর প্রতি সদয় হন  
আপনার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করুন, বিশেষ করে সন্তানের সামনে, যাতে সে এই ইতিবাচক আচরণগুলো অনুকরণ করতে শেখে।

মুমু

×