ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

লা রিভের নাইন-টু-নাইন

প্রকাশিত: ২১:২৬, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৮, ২৭ এপ্রিল ২০২৫

লা রিভের নাইন-টু-নাইন

কর্মজীবী নারী-পুরুষদের জন্য লা রিভের নাইন-টু-নাইন কালেকশন শুধু অফিস ওয়ারেই নয়, এটি আপনার ব্যস্ত দিনের প্রতিটি ধাপে সঙ্গী হতে পারবে। অফিসের জরুরি মিটিং থেকে বন্ধুদের আড্ডা, গেট টুগেদার, কিংবা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া পর্যন্ত সব ধরনের পরিবেশে মানানসই পোশাকের নতুন ধারাকে তুলে ধরেছে এই কালেকশন। ২০২৫ সালের আধুনিক ট্রেন্ড এবং জীবন ধারার চাহিদা অনুযায়ী, আরাম এবং স্টাইলের নতুন সংযোজন এই কালেকশনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এটি আপনার ব্যক্তিত্বকে আরও আত্মবিশ্বাসী এবং স্টাইলিশভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। নাইন-টু-নাইনের ২০২৫ কালেকশন সম্পর্কে লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন, ‘আজকের কর্মজীবী মানুষ অফিস আওয়ারে যেমন আরাম চান, তেমনি স্টাইল এবং ব্যক্তিত্বকে গুরুত্ব দেন। এই নতুন কালেকশনে আমরা গ্রীষ্ম উপযোগী কাপড় এবং সিজনের রং দিয়ে এমন পোশাক তৈরি করেছি, যা সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহার উপযোগী। এতে রয়েছে স্ট্রাইপ, সলিড, পোলকা ডট, এথনিক ডিজাইন এবং ফ্লোরাল মোটিফের চমৎকার সংমিশ্রণ। পরিচ্ছন্ন ডিজাইন, সিজনের ট্রেন্ডি রং এবং আরামের জন্য বিশেষ কাপড়ের ওপর জোর দিয়েছি। এবার আমরা ব্যবহার করেছি কটন, জুম, সফট কটন জার্সি, লাইটওয়েট জর্জেট, ব্রিদেবল ভিসকোস এবং কটনের মিশ্রণ।
নারীদের জন্য এই কালেকশনে রয়েছে টিউনিক, টপ, কামিজ, সালোয়ার কামিজ, শ্রাগ, শর্ট ও লং স্লিভ ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, ফরমাল প্যান্ট, লেগিংস এবং পালাজ্জো। পুরুষদের জন্য থাকছে বিজনেস ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পলো, টি-শার্ট, চিনোস এবং ডেনিম প্যান্ট।
আপনার অফিস আওয়ারের প্রয়োজনের সঙ্গে মানিয়ে নিতে রয়েছে নারীদের জন্য হিলস, মিউলস, জুতা, হাতব্যাগ এবং জুয়েলারি। পুরুষদের জন্য রয়েছে বেল্ট, ওয়ালেট এবং মোজা।
লা রিভ নাইন-টু-নাইন কালেকশন ইতোমধ্যে পৌঁছে গেছে আমাদের সকল স্টোরে। ঘরে বসেই শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টাল www.lerevecraze.com. অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। এ ছাড়াও মেসেঞ্জারে অর্ডার প্লেস করতে লগইন করুন www.facebook.com/lerevecraze.

প্যানেল

×