
প্রেমিকা বা সহধর্মিণীর প্রতি ছেলেরা কতটা অনুগত থাকে, সে প্রসঙ্গে যাচ্ছি না। বরং সঙ্গীর থেকেও ছেলেরা বেশি অনুগত থাকে নাপিতের কাছে। নাপিতকে প্রতারণা করার ভুল তাঁরা ভুলেও করেন না। এমনটা বলছে সাম্প্রতিকতম গবেষণা।
লন্ডনে 'ক্যাপিট্যাল হেয়ার অ্যান্ড বিউটি'-র করা একটি লাইফস্টাইল গবেষণা বলছে, প্রায় ৭৫% পুরুষেরা সঙ্গীর থেকে বেশি তাঁদের নাপিতের প্রতি ‘লয়াল’ বা অনুগত থাকে। এই গবেষণাটি ২০২৩ সালে ব্রিটিশ নাগরিকদের মধ্যে করা হয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, নাপিতের সঙ্গে গ্রাহকের সম্পর্ক হয় ছোটবেলার। কিশোর বয়সে যাঁর কাছে চুল কাটতে যেত, যৌবনেও দাঁড়ি কামানোর জন্য ভরসা সেই নাপিতই। শুধু তা-ই নয়, বড় হয়ে হয়তো দূরে চলে গিয়েছে। কিন্তু চুল-দাঁড়ি ছাঁটাইয়ের জন্য বারবার ফিরে আসেন সেই ছোটবেলার নাপিতের কাছে।
বিশেষজ্ঞদের মতে, একই নাপিতের কাছে বছরের পর বছর কাটা ছেলেদের কাছে একটা রুটিনের মতো। তা ছাড়া একই মানুষের কাছে চুল-দাঁড়ি কাটতে ছেলেরা স্বাচ্ছন্দ্য বোধ করে। ৪৫% পুরুষেরা নতুন নাপিতের কাছে যেতে চান না। তার কারণ, আবার সেই নাপিতকে নতুন করে বোঝাতে হবে কেমন লুক চাই। পাশাপাশি স্টাইল বা কাটিং ভুল হয়ে না যায়। সেই কারণে ৩০% পুরুষ নতুন নাপিতের কাছে যেতে চান না। অন্যদিকে, শুধু ১৫% মহিলা তাঁদের হেয়ার স্টাইলিস্টের প্রতি অনুগত থাকেন।
সজিব