ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ভাড়া বাসার দেয়াল না ছুঁয়েই যে ৪টি উপায়ে পুরো ঘর বদলে ফেলবেন!

প্রকাশিত: ১৭:৩৩, ২৬ এপ্রিল ২০২৫

ভাড়া বাসার দেয়াল না ছুঁয়েই যে ৪টি উপায়ে পুরো ঘর বদলে ফেলবেন!

ছবি: সংগৃহীত

ভাড়ার ফ্ল্যাটে উঠেছেন কিন্তু ইন্টারিয়র দেখে মন খারাপ? লিজ চুক্তির অসংখ্য বিধিনিষেধ আপনাকে থামিয়ে রাখলেও, নিজের স্বপ্নের মতো করে সাজানোর ইচ্ছেটা তো কমেনি! তবে হতাশ হওয়ার কিছু নেই—নিয়ম ভেঙে কিছু না করেই আপনি আপনার বাসায় এনে দিতে পারেন ব্যক্তিত্বের স্পর্শ। চলুন জেনে নেওয়া যাক কিছু সহজ ও কার্যকর ডেকর টিপস, যেগুলো ভাড়ার বাসার জন্য একদম পারফেক্ট।

আলোয় বদল আনুন
আলোর খেলা যে কোনো সাধারণ ঘরকেও করে তুলতে পারে চমৎকার। স্থায়ী কিছু না লাগিয়ে আপনি ব্যবহার করতে পারেন মেটালিক স্ট্যান্ডিং ল্যাম্প, যা শুধু আলো নয়—ঘরের জন্য হয়ে উঠবে একটি স্টেটমেন্ট পিস। পাশাপাশি বেডরুম বা পড়ার কোনার জন্য টেবিল ল্যাম্প খুবই উপযোগী। সবচেয়ে ভালো দিক হলো, এসব আলোকসজ্জা সহজেই স্থানান্তরযোগ্য।

মাল্টিফাংশনাল ফার্নিচারে জায়গা বাঁচান
যাদের বাসা তুলনামূলক ছোট, তারা মাল্টিফাংশনাল ফার্নিচার ব্যবহার করে জায়গা বাঁচাতে পারেন। ফোল্ডেবল সোফা-কম-বেড, ওয়াল মাউন্টেড টেবিল কিংবা ভাঁজ করা যায় এমন শেলফ—এসব আইটেম ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কাজেও দারুণ সহায়ক।

স্মৃতিময় ফটো ওয়াল
ডাবল টেপ ব্যবহার করে প্রিয় ছবিগুলো ঘরের দেয়ালে লাগান। ট্রিপের পোলারয়েড, ফটো বুথের স্ট্রিপ—সবকিছুই মিলিয়ে তৈরি করুন এক নিজস্ব স্মৃতির দেয়াল। চাইলে ফেয়ারিলাইট যোগ করে দিতে পারেন এক ঝলমলে স্বপ্নময় ছোঁয়া। পাশাপাশি স্ট্রিপ ওয়ালপেপারও ব্যবহার করতে পারেন ব্যাকড্রপ হিসেবে।

গাছ দিয়ে ঘরকে দিন প্রাণ
বিভিন্ন আকার-আকৃতির ফুলদানি ও প্ল্যান্টারের সমন্বয়ে তৈরি করুন একটি সবুজ ফোকাল পয়েন্ট। রঙিন ফুল, পাতা ভর্তি ইনডোর প্ল্যান্ট বা ছোট ছোট সাকুলেন্ট—সবই আপনার ভাড়ার ঘরকে এনে দিতে পারে সতেজ এক পরিবেশ। শুধু শোভাই নয়, গাছপালা আপনাকে মানসিক প্রশান্তিও দেবে।

ভাড়ার বাসা মানেই যেন নিয়মের জালে বন্দি থাকা নয়। একটু বুদ্ধি খাটিয়ে, একটু সৃজনশীলতা মিশিয়ে আপনিও তৈরি করে নিতে পারেন নিজের মতো একটি উষ্ণ, স্বতন্ত্র ও আরামদায়ক আবাস।

ফারুক

×