ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

পেয়ারা পাতার চা: শরীরের যত সমস্যা, এক কাপেই সমাধান!

প্রকাশিত: ২০:২৮, ২৫ এপ্রিল ২০২৫

পেয়ারা পাতার চা: শরীরের যত সমস্যা, এক কাপেই সমাধান!

ছবি: সংগৃহীত।

পেয়ারা গাছের পাতা—এটি আমাদের কানে খুব বেশি পরিচিত নয়। অথচ এই সাধারণ পাতার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ। আয়ুর্বেদ থেকে আধুনিক হেলথ সায়েন্স পর্যন্ত সবাই আজ স্বীকার করছে, পেয়ারা পাতার চা শরীরের নানা জটিল সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। চলুন, জেনে নেওয়া যাক এই চা কীভাবে হতে পারে আমাদের দৈনন্দিন জীবনের সাইলেন্ট হিলার।

প্রাকৃতিক ঔষধের আধার পেয়ারা পাতা
পেয়ারা গাছ শুধু ফলের জন্যই নয়, পাতার জন্যও অত্যন্ত উপকারী। পেয়ারা পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ট্যানিন, ফ্ল্যাভনয়েড, এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান—যা দেহের নানা রোগ প্রতিরোধে সহায়তা করে।

রক্তে চিনি নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকা
গবেষণায় দেখা গেছে, পেয়ারা পাতার চা ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে।

পরিপাকতন্ত্রের সমস্যা? সমাধান পেয়ারা পাতায়!
পেয়ারা পাতার চা হজমে সহায়তা করে, গ্যাস-অম্বল দূর করে এবং অন্ত্রের অস্বস্তি কমায়। বিশেষত ডায়রিয়া বা আমাশয়জনিত সমস্যায় এটি প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে।

ওজন কমাতে সহায়ক
ওজন কমানোর জন্য যারা ডায়েট কন্ট্রোল করছেন, তাদের জন্য পেয়ারা পাতার চা হতে পারে আদর্শ। এটি মেটাবলিজম বাড়ায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে।

চুল ও ত্বকের যত্নে পেয়ারা পাতা
পেয়ারা পাতায় থাকা ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। নিয়মিত এই চা পান করলে ত্বক ও চুল—দুটিই পাবে অতিরিক্ত পুষ্টি।

প্রস্তুত প্রণালী সহজ, উপকারিতা অসীম
পেয়ারা পাতার চা তৈরি করতে প্রয়োজন ৪-৫টি তাজা বা শুকনো পেয়ারা পাতা। এগুলো ভালো করে ধুয়ে গরম পানিতে ১০ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন। চাইলে সামান্য মধু বা লেবু মিশিয়ে নেওয়া যায়। দিনে ১-২ বার এই চা পান করলেই উপকার মিলবে ধীরে ধীরে।

যখন আমরা সুস্থ জীবনের জন্য নানা ব্যয়বহুল সাপ্লিমেন্ট খুঁজে বেড়াই, তখন প্রকৃতি আমাদের হাতের কাছেই দিয়ে রেখেছে এক অলৌকিক সমাধান—পেয়ারা পাতার চা। এই সহজ, সাশ্রয়ী ও কার্যকর পানীয়টি আমাদের শরীর ও মনকে রাখবে সতেজ ও রোগমুক্ত।

নুসরাত

×