
ছবিঃ সংগৃহীত
প্রেমের সম্পর্ক গড়ে তোলা সহজ নয়—আর টিকিয়ে রাখা কঠিন। কখনো কখনো নারীরা নিজের অজান্তেই এমন কিছু আচরণ করেন যা একজন ভালো সঙ্গীকেও ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। মনোবিজ্ঞানের আলোকে দেখা গেছে, কিছু সাধারণ স্বভাব সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে।
এই বিষয়গুলো জানা এবং নিজেকে জানার মাধ্যমে একজন নারী নিজের সম্পর্কের মান উন্নত করতে পারেন। আসুন জেনে নেই কয়েকটি স্বভাব সম্পর্কে যা একজন ভালো সঙ্গীকেও হারাতে বাধ্য করতে পারে:
আত্মপ্রেমের অভাব অর্থাৎ নিজেকে ভালো না বাসলে অন্যকেও ভালোবাসা কঠিন। সবসময় নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা কিংবা নিজের মূল্য অন্যের চোখে খোঁজা সম্পর্ককে দুর্বল করে তোলে। এছাড়া আত্মরক্ষামূলক মনোভাব সমালোচনা শুনলেই নিজের ভুল না মেনে পাল্টা দোষ চাপানো—এটি একটি আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। মনোবিজ্ঞানী জন গটম্যান বলেন, এটি সম্পর্ক ভাঙনের প্রধান কারণগুলোর একটি। একে দূর করে খোলামেলা ও আন্তরিকভাবে কথা বলা শেখা জরুরি।
এছাড়া অনুভূতি প্রকাশে ভয় যেমন, ভালবাসায় মন খুলে মিশতে না পারলে সঙ্গীর সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে না। নিজের দুর্বলতা শেয়ার করতে ভয় পাওয়া অনেক সময় ভালোবাসার গভীরতাকে বাধা দেয়। তাছাড়া যোগাযোগের অভাব হলে, নিজের চাহিদা না বলা, মন খারাপ করে চুপ থাকা, কিংবা ধরে নেওয়া যে সঙ্গী বুঝে নেবে—এসব ভুল বোঝাবুঝি ও হতাশার জন্ম দেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার স্পষ্ট ও আন্তরিক যোগাযোগ।
নিজের আচরণ বুঝে নেওয়া আর পরিবর্তনের জন্য চেষ্টা করাই একটি সুন্দর সম্পর্কের শুরু। নিখুঁত হতে হবে না, সচেতন হলেই চলবে। ভালোবাসা মানে একসঙ্গে শেখা, বদলানো এবং বেড়ে ওঠা। ভালোবাসা টিকে থাকে যখন দুইজন মিলে নিজেকে ও একে অপরকে বোঝার চেষ্টা করে।
সূত্রঃ হ্যাকস্পিরিট
আরশি