ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

স্টিভ জবস প্রতিবছর কোন বইটি পড়তেন? কেন তিনি বইটিকে জীবনের অংশ করে তুলেছিলেন?

প্রকাশিত: ২১:১৫, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:১৬, ২৪ এপ্রিল ২০২৫

স্টিভ জবস প্রতিবছর কোন বইটি পড়তেন? কেন তিনি বইটিকে জীবনের অংশ করে তুলেছিলেন?

ছবিঃ সংগৃহীত

প্রযুক্তি, উদ্ভাবন এবং নিখুঁত ডিজাইনের প্রতীক স্টিভ জবসের জীবনযাত্রার পেছনে ছিল এক গভীর আধ্যাত্মিক দর্শন। অনেকেই জানেন না, জবস প্রতিবছর একটি নির্দিষ্ট বই পড়তেনযেটি প্রযুক্তি নয়, আত্মজ্ঞান নিয়ে।

বইটি হলো: Autobiography of a Yogi – লেখক পরমহংস যোগানন্দ। এই বই ধ্যান, চেতনা ও আত্ম-রূপান্তর নিয়ে লেখা এক আধ্যাত্মিক আত্মজীবনী। জবস কিশোর বয়সেই বইটি আবিষ্কার করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর তা পড়তেন। কেন এই বই এত গুরুত্বপূর্ণ ছিল জবসের কাছে?

বইটি তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল বলা যায়। বইটি তাকে আত্মিক স্পষ্টতা, শৃঙ্খলা এবং অন্তর্জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করেছিলযা তার নেতৃত্ব ও ডিজাইনের দর্শনের মূলভিত্তি হয়ে দাঁড়ায়।

বইটির সঙ্গে অ্যাপলের দর্শনের সাদৃশ্য ছিল। জবস বিশ্বাস করতেন, সরলতা মানেই উৎকর্ষ। বইয়ের আধ্যাত্মিক শিক্ষাও তাই বলেস্পষ্টতা, নীরবতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে সত্যিকারের সৃজনশীলতা আসে।

তাই তাঁর শেষ বিদায়ে এই বই ছিল। স্টিভ জবসের স্মরণসভায় অতিথিদের মাঝে উপহার হিসেবে এই বইটি দেওয়া হয়েছিল, যা এর গভীর তাৎপর্য তুলে ধরে।

স্টিভ জবসের উদ্ভাবনের পেছনে শুধু প্রযুক্তি নয়, ছিল এক গভীর আধ্যাত্মিক চর্চা। যারা অ্যাপলকে শুধু একটি প্রযুক্তি কোম্পানি হিসেবে দেখেন, তারা এই বইয়ের মধ্য দিয়ে জানতে পারবেনসবচেয়ে বড় আবিষ্কার হয়তো ভিতর থেকেই শুরু হয়।

সূত্রঃ https://en.softonic.com/articles/steve-jobs-read-this-book-every-year

আরশি

×