ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

চিন্তার জগতে ঝড় তুলবে যুভাল নোয়া হারারির চারটি বই!

প্রকাশিত: ২১:০০, ২৪ এপ্রিল ২০২৫

চিন্তার জগতে ঝড় তুলবে যুভাল নোয়া হারারির চারটি বই!

ছবিঃ সংগৃহীত

বর্তমান বিশ্বে ইতিহাস, মানবতা এবং ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তার সূত্র ধরেন এমন লেখকের সংখ্যা হাতে গোনা, তাদের মধ্যে অন্যতম যুভাল নোয়া হারারি। তার বইগুলো কেবল ইতিহাস নয়, বরং আমাদের সমাজ, প্রযুক্তি ও ভবিষ্যৎ সম্পর্কে ভাবনার এক নতুন জানালা খুলে দেয়।

আপনি যদি ছাত্র, উদ্যোক্তা, নীতিনির্ধারক অথবা কেবল বিশ্ব সম্পর্কে কৌতূহলী একজন মানুষ হনহারারির বইগুলো আপনাকে ভাবতে শেখাবে, প্রশ্ন তুলতে শেখাবে এবং নিজের চিন্তা প্রসারিত করতে সাহায্য করবে। এই আলোচনায় রয়েছে হারারির চারটি অবশ্যপাঠ্য বই:

১. Sapiens: A Brief History of Humankind

এ বইটি প্রকাশ হয় ২০১১ সালে। মানবজাতির উত্থান, মিথের শক্তি, অর্থ ও ধর্মের মতো ‘গল্প’ কীভাবে সভ্যতাকে গড়ে তুলেছেতা এ বইয়ে বিশ্লেষণ করেছেন হারারি। বইয়ের মূল বার্তা: যুক্তি মানুষকে চালিত করে না, বরং গল্প ও বিশ্বাস চালিত করে। একটি উক্তি: ‘তুমি কোনো বানরকে কখনও বুঝাতে পারবে না যে, মৃত্যুর পরে সে স্বর্গে অসীম কলা পাবে।’

২. Homo Deus: A Brief History of Tomorrow

এর প্রকাশকাল : ২০১৫। মানবজাতির ভবিষ্যৎ নিয়ে ভাবনাকৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব প্রকৌশল, ও ডেটা-শাসিত ভবিষ্যতের সম্ভাবনা তুলে ধরেছেন। মূল বার্তা: ভবিষ্যতের মানুষ আর হয়তো ‘মানুষ থাকবে নাহতে পারে তারা হবে ‘দেবতা’র মতো। উক্তি: ‘মানুষ যখন বেঁচে থাকার সংগ্রাম জয় করল, তখন সে নিজেকে উন্নত করতে চায় দেবতার মতো।’

৩. 21 Lessons for the 21st Century

এর প্রকাশকাল : ২০১৮। বর্তমান বিশ্বের বড় প্রশ্নজাতীয়তাবাদ, ভুয়া খবর, প্রযুক্তি ও মনস্তাত্ত্বিক সংকট নিয়ে সংক্ষিপ্ত অধ্যায়ে বিশ্লেষণ। মূল বার্তা: তথ্য নয়, এখন প্রয়োজন বিশ্লেষণ ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণ শেখা। উক্তি: ‘তথ্যে প্লাবিত এই যুগে, সবচেয়ে বড় শক্তি হলো স্পষ্টতা।’

৪. Nexus: Small Book, Big Conversations

এই বই মূলত হারারির বক্তৃতা, সাক্ষাৎকার ও কথোপকথনের সংকলনযেখানে তিনি সরাসরি উত্তর দেন প্রযুক্তি, ভয় এবং ক্ষমতা নিয়ে। এর মূল বার্তা: তথ্য জানা যথেষ্ট নয়, ভাবতে শেখাও দরকার। উক্তি: ‘ভয় শুধু টিকে থাকার অস্ত্র নয়, এটা শাসনেরও অস্ত্রপ্রশ্ন হলো কে এই অস্ত্র ধরে আছে, আর কেন?’

যুভাল হারারির বই শুধু পড়ার জন্য নয়এগুলো চিন্তার অনুশীলন। ইতিহাস জানার মাধ্যমে ভবিষ্যৎ বোঝা সম্ভব, আর হারারির বই সেই জ্ঞান আর বুদ্ধির অনন্য সংমিশ্রণ। সময়ের এই জটিল মুহূর্তে, তার লেখা হতে পারে আপনার মনের শ্রেষ্ঠ সঙ্গী।

সূত্রঃ https://yourstory.com/2025/04/yuval-harari-books-read

আরশি

×