ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

যারা চিনি ছাড়া ব্লাক কফি খায়, তাদের ব্যক্তিত্ব কেমন হয়?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫৬, ২২ এপ্রিল ২০২৫

যারা চিনি ছাড়া ব্লাক কফি খায়, তাদের ব্যক্তিত্ব কেমন হয়?

ছবি: সংগৃহীত

আমাদের দৈনন্দিন অভ্যাসের সঙ্গে ব্যক্তিত্বের একটি চমকপ্রদ সংযোগ রয়েছে। যাঁরা চিনি ছাড়া কালো কফি পান করেন, তাঁরা নিঃসন্দেহে কিছুটা ব্যতিক্রমী। তাঁদের এই সরল রুচি অনেক কিছু বলে দেয় তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে। এটি নিছক কল্পনা নয়। গবেষণায় দেখা গেছে, এমন কফিপ্রেমীদের মধ্যে কিছু নির্দিষ্ট মানসিক বৈশিষ্ট্য প্রায়শই লক্ষ্য করা যায়।

চলুন জেনে নিই, এই নির্যাস-ভিত্তিক কফির অনুরাগীরা ঠিক কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন—

সরল ও সোজাসাপ্টা মনোভাব: যাঁরা চিনি ছাড়া কালো কফি পছন্দ করেন, তাঁরা সাধারণত জীবনে কোনো জটিলতা চান না। যেমন কফিতে বাড়তি কিছু চান না, তেমনি কথাবার্তাতেও ঘুরপথে যান না—মনের কথা স্পষ্টভাবে বলে ফেলেন। তবে সরলতা মানে রূঢ়তা নয়; বরং এটি কার্যকর যোগাযোগের একটি অনন্য প্রকাশ, যেমন তাঁদের কফিও—অতিরিক্ত কিছু ছাড়া, একদম খাঁটি।

সরলতার প্রতি ভালোবাসা: এই শ্রেণির মানুষদের জীবনদর্শনেও একধরনের মিনিমালিজম থাকে। চিনি ছাড়া কফির মতোই তাঁদের জীবন হয় জাঁকজমকবিহীন। একটি বই পড়া বা পার্কে হাঁটাতেও তাঁরা আনন্দ খুঁজে পান। বাহ্যিক চাকচিক্যের চেয়ে সহজ, নির্ভেজাল জীবনেই তাঁরা খুশি থাকেন।

আত্মনিয়ন্ত্রণে পারদর্শী: গবেষণা বলছে, তিক্ত স্বাদের প্রতি আকর্ষণ যেমন কালো কফির প্রতি ভালোবাসা, তা আত্মনিয়ন্ত্রণ ও অধ্যবসায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এই ধরনের মানুষরা লক্ষ্য নির্ধারণে ও তা অর্জনে অটল থাকেন। চ্যালেঞ্জ এলেও তাঁরা হাল ছাড়েন না—যেমন তাঁদের কফি, দৃঢ় ও অপরিবর্তিত।

স্বাধীন চিন্তাভাবনা: চিনি ছাড়া কালো কফি বেছে নেওয়ার মতোই, এঁরা নিজস্ব মতামতে বিশ্বাসী। সামাজিক চাপ বা জনপ্রিয়তার ঢেউয়ে এঁরা ভেসে যান না। নিজস্ব দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেন এবং তার পক্ষেই থাকেন। তাঁদের চিন্তায় থাকে মৌলিকত্ব, যা সৃজনশীলতার পথ খুলে দেয়।

অস্বস্তিকে মেনে নেওয়ার মানসিকতা: কালো কফির তিক্ত স্বাদ সহজে সবার পছন্দ হয় না। তাই এটি বেছে নেওয়ার অর্থ, তাঁরা অস্বস্তিকে ভয় পান না। ব্যক্তিগত উন্নয়ন অনেক সময়েই স্বস্তির গণ্ডি ছাড়িয়ে যাওয়ার মধ্যেই নিহিত। কঠিন কাজ হোক কিংবা আলোচনা—তাঁরা সাহসের সঙ্গে এগিয়ে যান।

অকৃত্রিম ও অহংবর্জিত: কালো কফি যেমন খাঁটি, তেমনি এর প্রেমীরাও। তাঁরা লোক দেখানো আচরণ বা অতিরিক্ত ভণিতায় বিশ্বাসী নন। নিজের মতো করে জীবন কাটাতে ভালোবাসেন। তাঁদের সত্যনিষ্ঠতা বন্ধুত্ব ও সম্পর্কেও প্রকাশ পায়।

দৃঢ় সিদ্ধান্ত গ্রহণকারী:  কোনো মিশ্রণ ছাড়া কফি বেছে নেওয়া নিজেই একটি দৃঢ় সিদ্ধান্ত। এই ধরনের মানুষরা সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না। একবার সিদ্ধান্ত নিলে সহজে বদলান না। চলাফেরা, কাজ, এমনকি সম্পর্কেও থাকে এক ধরনের নিশ্চিততা।

মানসিকভাবে দৃঢ়: চিনি ছাড়া কালো কফির মতোই তীব্র ও প্রবল তাঁদের মানসিকতা। তাঁরা প্রতিকূলতায় মাথা নত করেন না। ধাক্কা খেলেও ঘুরে দাঁড়াতে জানেন। তাঁদের এই মানসিক দৃঢ়তা অন্যান্যদের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।

শহীদ

×