ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

এসি বন্ধ করেও কেন বিদ্যুৎ বিল বেশি আসছে? জেনে নিন সেই ভুল 

প্রকাশিত: ১৮:৫০, ২২ এপ্রিল ২০২৫

এসি বন্ধ করেও কেন বিদ্যুৎ বিল বেশি আসছে? জেনে নিন সেই ভুল 

ছবি: সংগৃহীত

গরমের তীব্রতা বাড়তেই অধিকাংশ মানুষ বিদ্যুৎ বিল কমানোর জন্য এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার সীমিত করছেন বা একেবারে বন্ধ করে দিচ্ছেন। অথচ মাস শেষে বিদ্যুৎ বিল দেখে চোখ কপালে! তাহলে প্রশ্ন জাগে—এসি বন্ধ করেও বিদ্যুৎ বিল কেন এত বেশি আসছে?

চলুন জেনে নেওয়া যাক সেই সাধারণ কিছু ভুল, যেগুলো না জেনেই আমরা প্রতিদিন করে চলেছি—ফলে বাড়ছে বিদ্যুৎ বিল।

🔌 ১. ইলেকট্রনিক ডিভাইস ‘স্ট্যান্ডবাই’ মোডে রাখা

অনেক সময় আমরা টিভি, রাউটার, চার্জার বা মাইক্রোওয়েভ ব্যবহার শেষে পুরোপুরি বন্ধ না করে স্ট্যান্ডবাই মোডে রেখে দিই। অথচ এই অবস্থায়ও ডিভাইসগুলো বিদ্যুৎ খরচ করে চলেছে। গবেষণায় দেখা গেছে, একটি চার্জার ফোনে না লাগালেও সকেটে লাগানো অবস্থায় বিদ্যুৎ টেনে নেয়।

❄️ ২. ফ্রিজের অকার্যকর ব্যবহার

ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে ভুলভাবে ব্যবহারের কারণে এটি হয়ে উঠতে পারে বিদ্যুৎ খরচের অন্যতম উৎস। বারবার দরজা খোলা, অতিরিক্ত খাবার রাখা বা পুরনো রেফ্রিজারেটর ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।

💡 ৩. ইনক্যান্ডেসেন্ট বাল্ব বা পুরনো লাইট ব্যবহার

এখনো অনেক ঘরে ইনক্যান্ডেসেন্ট বা টিউব লাইট ব্যবহার হয়, যেগুলো প্রচুর বিদ্যুৎ খরচ করে। এর পরিবর্তে যদি এলইডি লাইট ব্যবহার করা হয়, তাহলে অনেকটাই সাশ্রয় করা সম্ভব।

💻 ৪. সারাদিন কম্পিউটার বা রাউটার চালু রাখা

ওয়ার্ক ফ্রম হোম বা অনলাইন ক্লাসের কারণে আমরা দিনের বেশিরভাগ সময় কম্পিউটার ও ইন্টারনেট রাউটার চালিয়ে রাখি। তবে অপ্রয়োজনীয় সময়ে এগুলো বন্ধ না করলে তা বিদ্যুৎ খরচ বাড়ায়।

🌀 ৫. ফ্যান ও লাইট বন্ধ করতে ভুলে যাওয়া

একটি ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় অনেকেই পেছনের ঘরের ফ্যান বা লাইট বন্ধ করতে ভুলে যান। দিনের পর দিন এই অভ্যাসটি বিদ্যুৎ খরচ বাড়িয়ে তোলে।

✅ সমাধান কী হতে পারে?

* প্রয়োজন ছাড়া কোনো ডিভাইস প্লাগে লাগিয়ে না রাখা

* রেগুলার ফ্রিজ সার্ভিসিং

* এলইডি লাইট ব্যবহার

* স্মার্ট পাওয়ার স্ট্রিপ ব্যবহার করে একসঙ্গে একাধিক ডিভাইস নিয়ন্ত্রণ

* পরিবারের সবাইকে সচেতন করা

বিদ্যুৎ বিল কমাতে কেবল এসি বন্ধ করলেই হবে না—জরুরি ঘরের অন্যান্য ইলেকট্রনিক ব্যবহারে সচেতনতা। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই বড় সাশ্রয়ের পথ খুলে দিতে পারে।

আসিফ

×