ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জাপানিরা শত বছর বাঁচে যেভাবে?

প্রকাশিত: ২২:১১, ২১ এপ্রিল ২০২৫

জাপানিরা শত বছর বাঁচে যেভাবে?

ছবিঃ সংগৃহীত

জাপান বিশ্বের দীর্ঘায়ু জাতি হিসেবে পরিচিত। জাপানের ওকিনাওয়া দ্বীপকে বলা হয় সেঞ্চুরিয়ানদের ভূমি, যেখানে শতবর্ষী মানুষের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি। এই দীর্ঘায়ুর পেছনে রয়েছে তাদের বিশেষ জীবনধারা ও খাদ্যাভ্যাস।

জাপানিদের দীর্ঘায়ুর মূল কারণসমূহ হলো, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। জাপানিরা প্রচুর পরিমাণে মাছ, সবজি, সয়াবিন, সামুদ্রিক শৈবাল ও গ্রিন টি খায়। তারা খুব কম চর্বিযুক্ত খাবার গ্রহণ করে এবং খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাদের খাদ্যতালিকায় শাক-সবজি ও সুপ্যের পরিমাণ সবচেয়ে বেশি থাকে।

এছাড়া নিয়মিত শরীরচর্চা যেমন, হাঁটা, সাইকেল চালানো এবং দৈনন্দিন কাজের মাধ্যমে সক্রিয় থাকেন। হাঁটা তাদের অন্যতম একটি শরীরচর্চা। এছাড়া তারা শাক-সবজির আচার তৈরি করে দীর্ঘদিন তা সংরক্ষণ করে খায়।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=390842968690358

আরশি

×