ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আড়ালে থাকতে পছন্দ করেন এমন ব্যক্তিদের কয়েকটি বৈশিষ্ট্য!

প্রকাশিত: ২১:০৯, ২১ এপ্রিল ২০২৫

আড়ালে থাকতে পছন্দ করেন এমন ব্যক্তিদের কয়েকটি বৈশিষ্ট্য!

ছবিঃ সংগৃহীত

সবাই আলোয় থাকতে চায় না। কেউ কেউ আড়ালে থেকেই কাজ করতে ভালোবাসেনীরবে, নিঃশব্দে, কিন্তু অসাধারণভাবে। মনোবিজ্ঞান বলছে, এই মানুষদের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য যা তাদের আলাদা করে তোলে। চলুন, জেনে নেওয়া যাক এই পর্দার পেছনের নায়কদের স্বভাবগুলো।

নিঃসঙ্গতায় স্বস্তি

এরা ভিড় বা হইচই থেকে দূরে থাকতে ভালোবাসেন। একা সময় কাটানো এদের কাছে বিরক্তিকর নয়বরং চমৎকার একটা রিচার্জের উপায়।

খুঁটিনাটি বিষয়ে নজর

ছোটখাটো ব্যাপারগুলোর দিকেও এদের চোখ থাকে তীক্ষ্ণ। বড় কাজের সাফল্যের পিছনে থাকে এদের নিখুঁত পরিকল্পনা আর পর্যবেক্ষণ।

দারুণ শ্রোতা

সবাই যখন বলার জন্য মুখিয়ে থাকে, এরা তখন মন দিয়ে শোনে। এদের শুনতে জানার গুণই অন্যদের বুঝতে সাহায্য করে।

প্রচুর নম্রতা

এরা কাজ করে যান নিঃশব্দেনা চান প্রশংসা, না চান লাইমলাইট। কাজের পরিপূর্ণতাই এদের তৃপ্তির উৎস।

সহজেই মানিয়ে নেওয়ার ক্ষমতা

পরিস্থিতি বদলালেও এরা দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন। বদল এদের ভয় পায় নাবরং এরা বদলের সঙ্গে তাল মিলিয়ে চলেন।

আত্মপরিচয়ে দৃঢ়

অনেকে ভাবেন, যারা লাইমলাইটে আসেন না তারা হয়ত আত্মবিশ্বাসহীন। কিন্তু আসলে এদের আত্মপরিচয় এতটাই মজবুত যে বাহ্যিক স্বীকৃতি লাগে না।

চমৎকার টিম প্লেয়ার

দলগত কাজের ক্ষেত্রে এদের জুড়ি নেই। এরা গৌরবের ভাগ চায় না, বরং পুরো টিম যেন সফল হয় সেজন্য কাজ করে যান।

নিজের কাজের প্রতি গভীর ভালোবাসা

যারা আলো ছাড়াও জ্বলে, তারা নিজের কাজকেই ভালোবাসে। পর্দার আড়ালেই তারা এতটাই নিখুঁতভাবে কাজ করেন যে সেটাই তাদের আনন্দের উৎস।

পেছনের মানুষগুলো ছাড়া কোনো বড় কাজই সফল হয় না। এরা নীরবে কাজ করেন, সাফল্যকে এগিয়ে দেনচুপচাপ, কিন্তু অপরিহার্যভাবে। আপনি যদি এদের একজন হন, জানবেনআপনার অবদান অনন্য, আর আপনি ঠিক যেভাবেই আছেন, সেটাই দারুণ।

সূত্রঃ গ্লোবাল ইংলিশ এডিটিং

আরশি

×