ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মানব আচরণ বোঝার জন্য যে ৮টি বই পড়তেই হবে

প্রকাশিত: ০৩:৪৯, ২১ এপ্রিল ২০২৫

মানব আচরণ বোঝার জন্য যে ৮টি বই পড়তেই হবে

ছবিঃ সংগৃহীত

মানব আচরণ সবসময়ই আলোচনার, বিতর্কের ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ কেন কিছু সিদ্ধান্ত নেয়, কিসে তারা প্রভাবিত হয়, তাদের কী উত্তেজিত বা নিরুৎসাহিত করে—এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে কিছু অসাধারণ বই। নিচে ৮টি বইয়ের তালিকা দেওয়া হলো, যেগুলো মানব আচরণ ও মনস্তত্ত্ব বুঝতে এবং তা আয়ত্তে আনতে সহায়তা করে।

‘Thinking, Fast and Slow’ - ড্যানিয়েল কানেমান

এই বইটি মানব আচরণ বোঝার ক্ষেত্রে অন্যতম সর্বাধিক সুপারিশকৃত একটি বই। লেখক কানেমান আমাদের মস্তিষ্কের দুটি সিস্টেমের কথা বলেন—একটি দ্রুত ও স্বয়ংক্রিয়, অন্যটি ধীর ও যৌক্তিক। বইটি দেখায় কীভাবে মানুষ প্রায়ই ‘কগনিটিভ বাইয়াস’-এর শিকার হয়।

‘Sapiens: A Brief History of Humankind’ - ইউভাল নোয়া হারারি

সময়ের ইতিহাস ধরে এগোনো এই বইটি মানব আচরণের একটি বিস্তৃত চিত্র তুলে ধরে। হারারি ব্যাখ্যা করেছেন, কীভাবে মানুষ আদিম শিকারি থেকে আধুনিক সমাজে রূপান্তরিত হয়েছে। গল্প, বিশ্বাস, অর্থ, ধর্ম, ও রাজনীতি—সবকিছুর মাধ্যমে কীভাবে মানুষের মনোভাব গঠিত হয়েছে, তা তুলে ধরা হয়েছে বইটিতে।

‘Behave’ - রবার্ট স্যাপোলস্কি

একজন নিউরোসায়েন্টিস্টের লেখা এই বইটিতে বলা হয়েছে, কীভাবে আমাদের আচরণ ও প্রতিক্রিয়াগুলো গড়ে ওঠে এবং কোন পরিস্থিতিতে আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাই। সময়ের প্রবাহ ধরে এই আচরণগুলোর পেছনের কারণ বিশ্লেষণ করেছেন লেখক।

‘Predictably Irrational’ - ড্যান এরিয়েলি

মানব আচরণ বিশেষ করে অর্থ ব্যয় ও আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে অসাধারণ একটি বই এটি। কেন আমরা অপ্রয়োজনীয় খরচ করি, কেন ‘ফ্রি’ বা ‘ডিসকাউন্ট’ শব্দগুলো আমাদের বেশি টানে—এই সব আচরণকে লেখক ব্যাখ্যা করেছেন যেগুলো অবুঝ হলেও পূর্বানুমেয়।

‘The 48 Laws of Power’ - রবার্ট গ্রিন

সম্পর্ক, রাজনীতি ও ব্যবসায়িক পরিস্থিতিতে মানুষ কীভাবে আচরণ করে এবং ‘ক্ষমতা’ কীভাবে আচরণ নির্ধারণ করে—এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন রবার্ট গ্রিন। এটি একটি জনপ্রিয় ও বহুল আলোচিত বই।

‘The Social Leap’ - উইলিয়াম ভন হিপেল

এই বইটিকে অনেকে ‘গভীর’ মনে করেন, কারণ এটি বিবর্তনের মাধ্যমে মানুষের আচরণগত পরিবর্তনের বিশ্লেষণ করে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সামাজিকভাবে বসবাসের ধারণা পর্যন্ত—সবই কীভাবে গড়ে উঠেছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে বইটিতে।

‘Drive’ - ড্যানিয়েল এইচ. পিঙ্ক

অনেকেই মনে করেন টাকা-পয়সা, খ্যাতি বা সাফল্যই মানুষকে পরিচালিত করে, কিন্তু ‘Drive’ বইটি আমাদের সেই ধারণা বদলে দেয়। এটি বলে, মানুষের প্রকৃত মোটিভেশন আসে আত্মনির্ভরতা, লক্ষ্য এবং স্বীকৃতি থেকে।

‘Influence’ - রবার্ট সিয়ালদিনি

মানুষ কেন ‘হ্যাঁ’ বলে? কীভাবে তারা প্রভাবিত হয়?—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় এই ক্লাসিক বইটিতে। রিয়েল লাইফ উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, কীভাবে মানুষ বিক্রয়কর্মীদের কথায় রাজি হয় কিংবা দৈনন্দিন জীবনের সিদ্ধান্ত নেয়।

সূত্রঃ https://timesofindia.indiatimes.com/life-style/books/web-stories/8-books-that-help-understand-and-master-human-behaviour/photostory/120297720.cms

ইমরান

×