ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জীবনের যেকোনো পরিস্থিতিতে যে সাত ধরনের মানুষ আপনার পাশে থাকবে!

প্রকাশিত: ০১:০৪, ২১ এপ্রিল ২০২৫

জীবনের যেকোনো পরিস্থিতিতে যে সাত ধরনের মানুষ আপনার পাশে থাকবে!

ছবিঃ সংগৃহীত

জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু সেই কঠিন সময়েই বোঝা যায়, কে আসলেই আপনার আপন। মনোবিজ্ঞান মতে, এমন কিছু মানুষ আছে, আপনার দুনিয়া ভেঙে পড়লেও যারা আপনার চারপাশে থাকবে। এরা কেবল সঙ্গী নয়এরা সাহস, সহানুভূতি আর শক্তির বাস্তব রূপ। চলুন জেনে নেই, এমন কিছু মানুষ সম্পর্কে।

সমানুভূতি সম্পন্ন ব্যক্তি

এরা শুধু সহানুভূতি নয়, বরং আপনার কষ্ট আপনার মতোই অনুভব করে। গভীর কথোপকথন এদের কাছ থেকে লুকিয়ে রাখা যায় না। এরা বোঝে, শোনে এবং আপনাকে অনুভব করায়আপনি একা নন।

অবিচল আশাবাদী

এই মানুষরা আশার আলো হয়ে পাশে থাকে। জীবনের যতই ঝড় হোক, ওরা মনে করিয়ে দেয়তুমিও পারবে আবার হাসতে।

নিরপেক্ষ বিশ্বাসভাজন

যখন আপনি নিজের ভুলে ভেঙে পড়েন, তখন এই মানুষটি আপনাকে শান্তভাবে শোনে। আর বলে, ‘মানুষ মাত্রেই ভুল করে, তাতে জীবন থেমে যায় না।’

দৃঢ় আদর্শবান

যারা নিজেরা জীবনের ঝড় পেরিয়ে এসেছে, তারাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। ওদের জীবনই প্রমাণ, টিকে থাকা সম্ভব, আবার ওঠে দাঁড়ানো সম্ভব।

বুদ্ধি দিয়ে সমস্যা সমাধানকারী

ঝড়ের ভেতরেও সমাধানের পথ খুঁজে বের করে এমন মানুষই আসল সহায়ক। ওরা শুধু কান দেয় না, গাইড করেপাশে দাঁড়িয়ে রাস্তা দেখায়।

সৎ সত্যবাদী

সত্য অনেক সময় কঠিন, কিন্তু দরকারি। এই মানুষটি চোখে আঙুল দিয়ে দেখায় আপনি কোথায় ভুল করছেনভালোবাসা দিয়েই সত্যিটা বলে।

অবিচল সহায়ক

সমস্যার সমাধান জানে না, কিন্তু কখনো ছেড়ে যায় না। ওদের নিরব ভালোবাসাই অনেক সময় একমাত্র শক্তি হয়ে দাঁড়ায়।

জীবনের ঝড় একা সামলানো যায় না। তখন এই মানুষগুলোই আপনার আশ্রয় হয়ে উঠতে পারে।

সূত্রঃ ডেইলি মোটিভেশন নিউজ

আরশি

×