
ছবিঃ সংগৃহীত
বিটরুট ঠোঁটের কালো দাগ দূর করতে একটি প্রাকৃতিক এবং কার্যকর উপাদান হিসেবে কাজ করে। এতে থাকা প্রাকৃতিক রঞ্জক ঠোঁটের রঙ উজ্জ্বল করতে সহায়তা করে। কিছু সহজ উপায়ে যেভাবে আপনি বিটরুট ব্যবহার করে ঠোঁটের কালো দাগ দূর করতে পারেন:
বিটরুটের রস সরাসরি ব্যবহার
একটি তাজা বিটরুট ধুয়ে ছোট টুকরো করে নিন। ব্লেন্ড করে বা গ্রেট করে রস বের করুন। প্রতি রাতে ঘুমানোর আগে ঠোঁটে তুলার সাহায্যে লাগান। সকালে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ১–২ সপ্তাহের মধ্যে ঠোঁটের রঙ হালকা ও গোলাপি হতে শুরু করবে।
বিটরুট ও নারকেল তেল মিশ্রণ
এক চা চামচ বিটরুটের রসের সঙ্গে এক চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঠোঁটে ম্যাসাজ করে লাগান। রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ভালো ফল পাবেন। ঠোঁট কোমল থাকবে, আর বিটরুট ঠোঁটের রঙ উজ্জ্বল করবে।
বিটরুট ও মধু প্যাক
এক চা চামচ বিটরুটের রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ঠোঁটে লাগিয়ে রাখুন ১৫–২০ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট ময়েশ্চারাইজড থাকবে এবং দাগ হালকা হবে।
সূত্রঃ https://www.facebook.com/share/r/18ve4L8jys/
আরশি