
ছবিঃ সংগৃহীত
ঘর সাজাতে আমরা অনেকেই গাছ রাখতে ভালোবাসি। কিন্তু জানেন কি, কিছু নির্দিষ্ট গাছ শুধু সৌন্দর্যই নয়, বরং ঘরে এনে দিতে পারে ভাগ্য, ইতিবাচক শক্তি আর অর্থনৈতিক সমৃদ্ধি? ফেং শুই ও বাস্তুশাস্ত্র অনুসারে কিছু গাছ ঘরের পরিবেশকে যেমন সুন্দর রাখে, তেমনি আমাদের জীবনে এনে দেয় শান্তি ও শুভ শক্তি। চলুন জেনে নিই এমনই ছয়টি গাছ সম্পর্কে যেগুলো ঘরের পরিবেশের পাশাপাশি ভাগ্যেও আনতে পারে নতুন পালাবদল।
বাঁশ গাছ
শক্তি, নমনীয়তা ও সৌভাগ্যের প্রতীক। ফেং শুই মতে বাঁশ ঘরে ইতিবাচক শক্তি আনে এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। এটি যেকোনো কোণায় রাখলেই ঘরের সৌন্দর্য বাড়ায়, আর একই সাথে কর্মে ও জীবনে আনে স্থিতি।
মানি প্ল্যান্ট
আর্থিক সাফল্যের চাবিকাঠি। ফেং শুইয়ে মানি প্ল্যান্টকে সবচেয়ে জনপ্রিয় সৌভাগ্যবান গাছ বলা হয়। এটি ধন-সম্পদ এবং প্রাচুর্য আকর্ষণে সাহায্য করে। ঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখলে এর প্রভাব সবচেয়ে বেশি হয়।
জেড প্ল্যান্ট বা মানি ট্রি
সৌভাগ্য এবং ব্যবসায়িক সাফল্যের প্রতীক। ছোট ছোট মজবুত পাতা আর কম যত্নেই বেঁচে থাকার ক্ষমতার জন্য এই গাছ ঘরে ও অফিসে রাখার জন্য আদর্শ। এটি অর্থ ও সম্পদের প্রবাহ বাড়ায় বলে অনেকে বিশ্বাস করে।
পিস লিলি
সৌন্দর্য আর বিশুদ্ধতার মিলন। এই গাছ তার সাদা ফুলের জন্য যেমন প্রশংসিত, তেমনি বায়ু বিশুদ্ধ করার জন্যও পরিচিত। ঘরের বাতাসে থাকা ক্ষতিকর পদার্থ দূর করে এবং পরিবেশকে রাখে সতেজ।
স্নেক প্ল্যান্ট
সহনশীলতা আর সৌভাগ্যের প্রতীক। এটি খুবই কম যত্নে টিকে থাকতে পারে এবং রাতেও অক্সিজেন দেয়। ফেং শুই মতে, ঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখলে এটি ঘরে ভাগ্য, উন্নতি ও ইতিবাচকতা বাড়ায়।
তুলসী গাছ
পবিত্রতা ও পরিবেশ বিশুদ্ধির প্রতীক হিসেবে ভাবা হয়। হিন্দু সংস্কৃতিতে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। এটি শুধু পরিবেশকে বিশুদ্ধ করে না, বরং মানসিক প্রশান্তিও দেয়। প্রতিদিন এর সামনে প্রণাম করা বা প্রার্থনা করাও ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করে।
শুধু ঘর সাজানোর উপকরণ হিসেবে নয়, এই গাছগুলো আপনার জীবনে আনতে পারে শান্তি, সফলতা আর সমৃদ্ধির স্পর্শ। তাই আজই আপনার ঘরের এক কোণায় রাখুন এরকম একটি গাছ।
সূত্রঃ ডিএনএ
আরশি