
ছবি: সংগৃহীত
জ্যোতিষশাস্ত্র মতে, মানুষ যেমন ব্যক্তিত্ব গঠন করে, তেমনি তার রাশিও সেই আচরণের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই রাশিগুলোর মধ্যে তুলা (Libra) রাশি অন্যতম, যারা সবার সঙ্গে সম্মান ও সৌজন্যপূর্ণ ব্যবহার করার জন্য পরিচিত।
তুলা রাশির মানুষেরা ভারসাম্যপূর্ণ ও ন্যায়ের প্রতি প্রবল আগ্রহী। তারা কারও সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা কিংবা পেশা দেখে কখনোই তার প্রতি ব্যবহার নির্ধারণ করে না। বরং, প্রত্যেককেই তারা সমান গুরুত্ব দিয়ে দেখে এবং সেই অনুযায়ী সম্মান প্রদর্শন করে।
এই রাশির মানুষদের একটি বিশেষ গুণ হলো—তারা অন্যের অবস্থান বা দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে এবং নিজেদের অবস্থান থেকে সবার সঙ্গে সংবেদনশীল আচরণ করে। তারা দ্বন্দ্ব অপছন্দ করে এবং সবসময় শান্তি বজায় রাখতে চায়। তাই, তারা সব সময় এমনভাবে ব্যবহার করে যাতে আশেপাশের মানুষ স্বস্তি ও সম্মানবোধ করে।
তাদের এই সম্মানজনক ব্যবহারই তাদের করে তোলে একজন আদর্শ বন্ধু, সহকর্মী কিংবা পরিবারের সদস্য। সমাজে এমন গুণাবলি থাকলে সম্পর্ক আরও দৃঢ় হয় এবং পরস্পরের প্রতি সহমর্মিতা বাড়ে।
সূত্র: https://parentfromheart.com/dan-zodiac-signs-who-treat-everyone-with-respect-no-matter-their-status/
রবিউল হাসান