ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করতে ম্যাচা মাস্ক: জানুন ঘরোয়া উপায়

প্রকাশিত: ২০:০৩, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:০৬, ১৯ এপ্রিল ২০২৫

ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করতে ম্যাচা মাস্ক: জানুন ঘরোয়া উপায়

ছবি: সংগৃহীত

ত্বকের শুষ্কতা রোদে পোড়া ভাব দূর করতে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি করা যায় কার্যকর একটি মাস্কআর তার মূল উপাদান হচ্ছে ম্যাচা গ্রীন টি। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এই উপাদান ত্বককে শুধু উজ্জ্বলই করে না, বরং গভীরভাবে আর্দ্রতাও জোগায়।

ময়েশ্চারাইজিং মাস্ক তৈরির জন্য একটি পাত্রে নিতে হবে চা চামচ ম্যাচা গ্রীন টি পাউডার। এরপর তাতে মেশাতে হবে ½ কাপ দুধ। ভালোভাবে মিশিয়ে নিন যাতে একটি পেস্ট তৈরি হয়। এর সঙ্গে ½ চা চামচ মধু যোগ করে মসৃণ মিশ্রণ তৈরি করুন।

এই মিশ্রণটি মুখ, গলা বুকের ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। নির্ধারিত সময় শেষে সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই ঘরোয়া প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে, জ্বালাভাব প্রশমিত হয় এবং সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা পাওয়া যায়। যারা প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চান, তাদের জন্য ম্যাচা একটি দুর্দান্ত সমাধান হতে পারে।

 

উপকরণ:

  • ম্যাচা গ্রীন টি পাউডার চা চামচ
  • দুধ – ½ কাপ
  • মধু – ½ চা চামচ

ব্যবহারবিধি:
. সব উপাদান ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন
. মুখ, গলা বুকের ত্বকে লাগান
. ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন

ত্বকের দীপ্তি কোমলতা বজায় রাখতে এই প্যাকটি নিয়মিত ব্যবহার করতে পারেন।

 

সূত্র: https://timesofindia.indiatimes.com/life-style/beauty/5-ways-to-use-the-magic-of-matcha-for-glowing-skin/photostory/120279519.cms

রবিউল হাসান

×