ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চুপ থাকা মানে দুর্বলতা নয়, আপনি জানেন কখন থামতে হয়

প্রকাশিত: ২০:০০, ১৯ এপ্রিল ২০২৫

চুপ থাকা মানে দুর্বলতা নয়, আপনি জানেন কখন থামতে হয়

নাজিয়া কনা ছবি: সংগৃহীত

জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ও ব্যাংকার নাজিয়া কনা তার ব্যক্তিগত ফেসবুক পেজে সম্প্রতি একটি ভিডিও বার্তায় গুরুত্বপূর্ণ জীবনের দর্শন তুলে ধরেছেন। ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

নাজিয়া কনা বলেন, “আপনারা অনেক সময় গাড়ি চালানোর সময় দেখতে পাবেন, হঠাৎ পিছন থেকে একটি গাড়ি খুব দ্রুতগতিতে এসে আপনার লাইনে ঢুকে পড়ে। তখন সংঘর্ষ এড়াতে আপনি তাৎক্ষণিকভাবে ব্রেক চাপেন ও গতি কমান। আমাদের জীবনও অনেকটা এরকম। অনেকেই চায় আমাদের ব্যক্তিগত সীমানায় প্রবেশ করতে, অযাচিত তর্কে জড়াতে অথবা আমাদের নিচে নামিয়ে আনতে। কিন্তু আপনি যদি তার সাথে তর্কে জড়িয়ে পড়েন, তবে আপনাকে তার মানের স্তরে নামতে হবে—তখনই সে সফল হবে।”

তিনি আরও বলেন, “আপনি যদি রাইট হন, তার মানেই এই না যে আপনাকে সবসময় তর্কে নামতে হবে। প্রতিটি নোংরা মন্তব্য বা অপমানের জবাব দিলেই যে আপনি শক্তিশালী হবেন, তা নয়। কখনো কখনো নিজেকে নিয়ন্ত্রণ করে নিরব থাকা, গন্তব্যে চোখ রাখা—এটাই বুদ্ধিমানের কাজ। কারণ কেউ যদি কাদা ছোড়ে, আর আপনি তাকে থামাতে গিয়ে কাদায় নামেন, তাহলে কাদা আপনার গায়েও লাগবে।”

নাজিয়া কনার মতে, প্রতিশোধপরায়ণ না হয়ে নিজের লক্ষ্য ঠিক রাখাটাই প্রকৃত বিজয়। তিনি বলেন, “যে নিজের গন্তব্যে পৌঁছতে পারে, সেই-ই প্রকৃত বিজয়ী। সব নোংরামির জবাব দেওয়া লাগে না। সময়ই বলে দেবে কে ঠিক ছিল আর কে ভুল।”

তার এই বার্তা অনেকে নিজের জীবনে প্রয়োগযোগ্য বলে মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী ভিডিওটির নিচে মন্তব্যে তার সাথে একমাত পোষণ করেছেন।

সূত্র: https://www.facebook.com/watch/?v=1095581718662060&rdid=llj2tqFFqMcToOBw

সায়মা ইসলাম

×